অর্থ বাণিজ্যপুঁজিবাজার

পুঁজিবাজারে লেনদেন চলছে সূচকের ওঠানামায়

সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চলছে, দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার লেনদেন শুরুর এক ঘণ্টা পর, বেলা ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট কমে ৫ হাজার ৩৭০ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট কমে যথাক্রমে ১২১৯ ও ২০৪৪ পয়েন্টে রয়েছে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১৮৬ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৪টির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৭টি কোম্পানির শেয়ার।

বেলা ১১টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো: বেক্সিমকো লিমিটেড, রবি, বিএটিবিসি, রিপাবলিক ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মা, লংকাবাংলা, ডেল্টা স্পিনিং, ওয়ালটন হাইটেক, স্কয়ার ফার্মা ও সামিট পাওয়ার।

অপরদিকে, লেনদেন শুরুর এক ঘণ্টা পর বেলা ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৬৫ পয়েন্ট কমে ১৫ হাজার ৪৯৯ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এদিন বেলা ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এসময ৩১টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button