রাজনীতি

ময়মনসিংহের ত্রিশাল পৌরসভায় নৌকার সমর্থনে স্বেচ্ছাসেবক লীগের প্রচারনা

ময়মনসিংহ জেলা ত্রিশাল পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আলহাজ্ব নবী নেওয়াজ সরকারের নৌকা মার্কার সমর্থনে ২০ জানুয়ারি ২০২১ ইং তারিখ রোজ বুধবার সন্ধ্যা ০৭ঃ০০ টায় ত্রিশাল মধ্য বাজারে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক জননেতা আফজালুর রহমান বাবু।
ময়মনসিংহের ত্রিশাল পৌরসভায় নৌকার সমর্থনে স্বেচ্ছাসেবক লীগের প্রচারনা
তিনি বলেন বিশ্ব মানবতার জননী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ, মেট্রোরেল,কর্ণফুলী টানেল,পায়রা গভীর সমুদ্র বন্দর,রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সহ মেগা প্রকল্প সমুহ বাস্তবায়নের পথে। জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রগতির বিরুদ্ধে সাম্প্রদায়িক মৌলবাদী চক্র গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে! তারা মিথ্যা গুজব সৃষ্টি করে অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে! তাদের অপপ্রচারের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে বাংলাদেশ আওয়ামী লীগ ও দেশরত্ন শেখ হাসিনার মনোনীত মেয়র পদপ্রার্থী নবী নেওয়াজ সরকারের নৌকা মার্কাকে বিপুল ভোটে বিজয়ী করার কোন বিকল্প নেই। সকল প্রকার ভেদাভেদ ভূলে গিয়ে বিদ্রোহী প্রার্থী ও সমর্থকদের জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কার প্রার্থীকে বিপুল বিজয়ী করার আহবান জানান তিনি। এসময় আরো বক্তব্য রাখেন ত্রিশাল পৌরসভার মেয়র পদপ্রার্থী আলহাজ্ব নবী নেওয়াজ সরকার,ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নুরুজ্জামান খোকন, ডাকসুর সাবেক পরিবহন সম্পাদক ও বাংলাদেশ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামস ই নোমান,ত্রিশাল উপজেলা আওয়ামী লীগ যুগ্ম আহবায়ক শোভা আলী আকন্দ, জিয়াউল হক সবুজ, ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগ সহ সভাপতি শহিদুল ইসলাম শহীদ, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সভাপতিত্ব করেন ত্রিশাল পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক চাঁন মিয়া। উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button