জাতীয়

জানুয়ারিতে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন

নতুন বছরের (২০২১) জানুয়ারিতেই নতুন শিক্ষাপ্রতিষ্ঠান মান্থলি পেমেন্ট অর্ডার (এমপিও) ভুক্তির আবেদন গ্রহণ শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সঙ্গে এক ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানে এসব তথ্য জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেছেন, এমপিওভুক্ত নীতিমালায় নানা ধরনের পরিবর্তন আনা হয়েছে। এ জন্য অনেক সময় প্রয়োজন হয়েছে। আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যে নীতিমালা জারি করা হবে। সে মাসেই অনলাইন আবেদন গ্রহণ কার্যক্রম শুরু হবে।

চলতি অর্থ বছরে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির বাজেট আছে কি না, এমন প্রশ্নের শিক্ষামন্ত্রী বলেন, ‘চলতি অর্থবছরে (২০২০-২১) হয়তো সম্ভব নাও হতে পারে কিন্তু আগামী অর্থবছরের জন্য আবেদন নেয়া শুরু হবে।’

তিনি আরও বলেন, আগের এমপিও নীতিমালায় কিছু অসঙ্গতি ছিল। সেগুলো নিয়ে আমরা কাজ করেছি। কয়েক দফায় এ নিয়ে আলোচনা করেছি। কর্মকর্তারা কয়েকদফা আলোচনা করে একটি খসড়া তৈরি করেছেন। সেটি চূড়ান্ত করতেও কয়েক দফা সভা হয়েছে। আশা করছি নীতিমালা ও জনবল কাঠামোর অসঙ্গতি দূর হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button