রপ্তানীযোগ্য নতুন পণ্য “টারজান পেপার” এর উদ্বোধণ করেছে নিটল নিলয় গ্রুপ

তিনি বলেন, আমদানী করা কাগজের সমমান সম্পন্ন কাগজ আমরা তৈরী করছি । দেশের বাইরে থেকে কাগজ আমদানী করতে আমাদের প্রচুর অর্থ ব্যয় করতে হয়। তাই আমরা দামি যন্ত্রপাতি দিয়ে এই কাগজ তৈরি করেছি, যা বিদেশে রপ্তানী করে প্রচুর বৈদেশিক মূদ্রা অর্জন করা সম্ভব। উন্নত মানের ক্যামিকেল ও র ম্যাটেরিয়াল ব্যবহার করে উচ্চমান সম্পন্ন এই কাগজ তৈরি করছি আমরা। আমাদের রয়েছে ৭২ লক্ষ রিম কাগজ উৎপাদন করার ক্ষমতা।
এছাড়া ক্রেতাদের জন্য বিশেষ সুযোগ দেয়া হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, লটারিতে যারা ৩২৫ টাকায় ১ রিম কাগজ কিনবে প্রতি মাসে লটারির মাধ্যমে ১ টা হিরো মোটর সাইকেলসহ গিফট দেয়া হবে।সিম কার্ড, মোটর সাইকেল সহ এক্সাইটিং গিফট অফার থাকবে

তিনি বলেন, শুরুটা আমাদের সিঙ্গেল স্টেপ দিয়ে কিন্তু এক সময়ে আমরা অনেক দূরে যাব। আমাদের সাধ্য কম, কিন্তু স্বপ্ন বড়। ইউরোপে কাগজ শিল্প বন্ধ হয়ে গেছে। যেহেতু বাংলাদেশে সস্তায় শ্রম তাই কাগজ শিল্পের ভবিষ্যৎ ভালো। এছাড়াও চায়না ও আফ্রিকা ছাড়াও আশপাশের দেশগুলোতে রপ্তানির পরিকল্পনা আছে।