জাতীয়

নির্ধারিত মূল্যে ভোজ্যতেল বিক্রয় নিশ্চিত করা হবে: বাণিজ্যমন্ত্রী

নিত্য প্রয়োজনীয় পণ্য বিপণন সংক্রান্ত সরকারি ও ব্যবসায়ী সংগঠনের সমন্বয়ে গঠিত জাতীয় কমিটি ভোজ্য তেলের যে মূল্য বেঁধে দিয়েছে, সেই মূল্যেই ভোজ্য-তেল বিক্রয় নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বুধবার, (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয় আয়োজিত অত্যাবশ্যকীয় পণ্য বিপণন ও পরিবেশক বিষয়ক জাতীয় কমিটির সভা শেষে এক প্রেস ব্রিফিং এ কথা জানান বাণিজ্যমন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় আমদানি মূল্য ও জাহাজে তেলের পরিবহন খরচসহ সব কিছু বিবেচনায় নিয়ে প্রতি লিটার সয়াবিন (খোলা) মিলগেটে ১০৭ টাকা,পরিবেশক মূল্য ১১০ টাকা এবং খুচরা মূল্য ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রতি লিটার বোতলজাত সয়াবিন মিলগেট মূল্য ১২৩ টাকা, পরিবেশক মূল্য ১২৭ টাকা ও খুচরা বিক্রয় মূল্য ১৩৫ টাকা। পাঁচ লিটার বোতলজাত সয়াবিন মিলগেট মূল্য ৫৯০ টাকা,পরিবেশক মূল্য ৬১০ টাকা ও খুচরা বিক্রয় মূল্য ৬৩০ টাকা। প্রতিলিটার পাম সুপার (খোলা) মিলগেট মূল্য ৯৫ টাকা, পরিবেশক মূল্য ৯৮ টাকা ও খুচরা বিক্রয় মূল্য ১০৪ টাকা বেঁধে দেয়া হয়েছে।

এ সময় তিনি বলেন, খোলা-বাজারে নির্ধারিত মূল্য তেল বিক্রি হচ্ছে কি-না, তা আমরা এবার শক্তভাবে মনিটারিং করব।

টিপু মুনশি বলেন, বর্তমানে তেলের যথেষ্ট মজুদ আছে। এরপরও রমজানকে সামনে রেখে মজুদ বাড়াতে হবে, যাতে কোনভাবে সংকট তৈরি না হয়। এ জন্য সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে। এছাড়া নিয়মিত সভা করে আন্তর্জাতিক মূল্যের সাথে সামঞ্জস্য রেখে ভোজ্য তেলের মূল্য পুনঃ নির্ধারণ করা হবে।

বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক বাবলুু কুমার সাহা, বিএফটিআই এর পরিচালক মো. ওবায়দুল আজম, বাংলাদেশ ট্রেড এন্ড টেরিফ কমিশনের সদস্য(বাণিজ্যনীতি) আবু রায়হান আলবেরুনী, এনবিআর এর সদস্য(শুল্ক) সৈয়দ গোলাম কিবরিয়া, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব(রপ্তানি) মো. হাফিজুর রহমান, ডব্লিউটিও সেলের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) মো. হাফিজুর রহমান মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, টিকে গ্রুপের পরিচালক মো. সফিউল আফসার তাজলিম, সিটি গ্রুপের উপদেষ্টা অমিতাভ চক্রবর্তী, এস আলম গ্রুপের সিনিয়র মকহাব্যবস্থাপক কাজী সালাহ উদ্দিন আহমেদ প্রমূখ।

এছাড়া জাতীয় নিরাপত্তা সংস্থা ডিজিএফআই এবং এনএসআই এর প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button