জাতীয়

দেশে ১১ হাজার শূন্য পদ নিয়েই চলছে চিকিৎসা কার্যক্রম

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, সারা দেশে সরকারি চিকিৎসকের ১১ হাজার ৩৬৪টি শূন্য পদ রয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে সরকারি দলের সাংসদ মামুনুর রশীদ কিরণের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

কোভিড-১৯ মহামারিতে দেশে চিকিৎসক সঙ্কট প্রকট হয়ে দেখা দেওয়ায় তড়িঘড়ি নিয়োগের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু তবুও শূন্য পদ পূরণ করে সঙ্কটের সমাধান করা যায়নি।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ৪২তম বিসিএসের মাধ্যমে ২ হাজার চিকিৎসকের শূন্যপদ পূরণের কার্যক্রম চলমান। এছাড়া ৩৮তম বিসিএসের মাধ্যমে ২৯০ জন, ৪০তম বিসিএসের মাধ্যমে ২৬০ জন, ৪১তম বিসিএসের মাধ্যমে ১০০ জন নিয়োগের কাজও চলছে।

স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসকের জেলাওয়ারি শূন্য পদের পরিসংখ্যান দিয়েছেন। সে অনুযায়ী, দেশের ৬৪ জেলার সবকটিতেই চিকিৎসকের পদ ফাঁকা রয়েছে। সবচেয়ে বেশি পদ ফাঁকা ঢাকায় ৩ হাজার ১৮৫টি। আবার মন্ত্রী বলেছেন, ওএসডি চিকিৎসকের সংখ্যা বেশি থাকায় ঢাকায় বাড়তি চিকিৎসক দেখানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button