রাজনীতি

মনোনয়ন বাণিজ্যের জন্য নির্বাচনে অংশ নেয় বিএনপি: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, ‘বিএনপির নির্বাচনে অংশগ্রহণ মানেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা ও মনোনয়ন বাণিজ্য করা।

রবিবার (১৮ অক্টোবর) ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল, চিত্রাঙ্কন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

হানিফ বলেন, ‘প্রতিটা নির্বাচনে অংশ নিয়ে বিএনপির প্রার্থী পরাজিত হলে তারপর সংবাদ সম্মেলন করে বলে, এই নির্বাচন আমরা মানি না। সরকারের এই প্রহসনের নির্বাচনে অংশ নিয়েছিলাম সরকারের মুখোশ উন্মোচন করার জন্য। নওগাঁতে ৩৮ শতাংশ ভোট পড়েছে। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। বিএনপির দাবি করে, ভোটাররা ভোট দিতে যায়নি।’

তিনি বলেন, ‘বিএনপি দাবি করে ২৫% তাদের ভোটার আছে, তাহলে তাদের ভোটাররা কোথায়? এতেই প্রমাণিত হয় তারা মনোনয়ন বাণিজ্য করার জন্য নির্বাচনে অংশ নেয়। নির্বাচনের শেষে পরাজিত হওয়ার পরে একটা প্রহসনের নিয়মিত বক্তব্য দেয় বিএনপি। আবার বিএনপির নেতারা বলছে, সরকারের মুখোশ উন্মোচন করতে অংশ নিচ্ছে তারা। সরকারের মুখোশ উন্মোচন করতে গিয়ে বিএনপির মুখোশ উন্মোচন হয়ে গেছে।’

বিএনপির প্রতি অনুরোধ জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, ‘সামনে নির্বাচনে অংশ নিলে কোন নাটক প্রহসনের জন্য নির্বাচনে অংশ না নিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচনে অংশ নিন।’

‘বিএনপি নেত্রী খালেদা জিয়া গৃহবন্দি আছেন’ দলটির নেতাদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় মাহাবুবুল আলম হানিফ বলেন, ‘মানুষ কতটা নির্লজ্জ হলে মিথ্যা কথা বলতে পারে। ২০০৭ সালে বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদের নেতৃত্বে এতিমের টাকা আত্মসাৎ করার দায়ে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হয়েছিল। এতিমের টাকা আত্মসাতের তথ্য প্রমাণের উপর ভিত্তি করে খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের রায়ে কারাদণ্ড হয়েছে।

বহুবার মিথ্যাচার করে এদেশের জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। কিন্তু জনগণ জানে বিএনপি নেত্রী খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করেছে। যা আদালতে প্রমাণিত হয়েছে। তাই তাকে আদালত কারাদণ্ড দিয়েছে। বহুবার আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করতে চেয়েছিলেন কিন্তু পারেননি। বিএনপির দাবি তাদের লাখ লাখ নেতাকর্মী আছে তাহলে কেন খালেদা জিয়ার জন্য মাঠে আন্দোলন করতে পারলেন না? বহুবার খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলন করতে যেয়ে ব্যর্থ হয়েছে।’

তিনি বলেন, ‘মানবিক কারণে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তি দিয়েছেন। শেখ হাসিনার মানবিকতার কারণে বিএনপির নেত্রী খালেদা জিয়া বাসায় আছেন। বিএনপি নেতাকর্মীদের উচিত ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, তা না করে আবার নির্লজ্জ মিথ্যাচার করে বেড়াচ্ছে, খালেদা জিয়া নাকি গৃহবন্দী আছে। জনগণ আপনাদের বিশ্বাস করে না। মিথ্যা বলতে বলতে মিথ্যা পারদর্শী হয়েছে বিএনপি। মিথ্যাচার করে বাংলাদেশের জনগণকে বারবার বিভ্রান্ত করতে পারবে না তারা।’

মাহাবুবুল আলম হানিফ বলেন, ‘সাম্প্রতিক সময়ে সিলেটের এমসি কলেজে ও বেগমগঞ্জে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা ঘটিয়েছিল তাদের সকলকে গ্রেফতার করা হয়েছে। যারা জঘন্য ধর্ষণের সাথে সম্পৃক্ত তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ইতিমধ্যে পাশ হয়েছে। অধ্যাদেশ আকারে কার্যক্রম শুরু হয়েছে। সিলেটের রায়হানকে হত্যাকারী এসআই আকবরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। বর্তমান আওয়ামী লীগ সরকার সকল অন্যায় অপরাধের বিরুদ্ধে আইনের শাসন প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button