প্রবাসে

কানাডার আলবার্টায় কমিউনিটি আরেক্স বাংলাদেশী ফার্মাসির ফ্লু টিকা সেবা কার্যক্রম শুরু

কানাডায় প্রায় প্রতিটি প্রদেশে কোভিডের সংখ্যা দিন দিন উদ্বেগজনকভাবে বাড়ছে। আলবার্টা প্রদেশও এর বাইরে নয়। প্রবাসীী বাঙালিসহ অন্যান্যদের কথা চিন্তাা করে কমিউনিটির সকলের সুরক্ষার জন্য ক্যালগরিতে কমিউনিটিআরেক্স বাংলাদেশী ফার্মাসি আট টি লোকেশনে এসিম্পটম্যাটিক কোভিভ টেস্ট দিচ্ছে। প্রবাসী বাংলাদেশী কমিউনিটির সদস্যদের সুবিধার্থে নর্থইস্ট এর সাভান্না ফার্মেসী, সাভান্না মার্কেট ফার্মাসি, অ্যাবেইডেল ফার্মাসি, ভিস্তা ফার্মাসি এবং মিডটাউন ফার্মাসিতে এই সুবিধা পাওয়া যাবে।
কোভিড মহামারীর কারণে এ বছর ফ্লু টিকা খুবই গুরুত্বপূর্ণ। কমিউনিটিআরেক্স বাংলাদেশী ফার্মাসি এখন উচ্চ ঝুঁকিপূর্ণ সমস্ত রোগীদের জন্য ফ্লু ভ্যাকসিন দিচ্ছে। আগামী ১৯ অক্টোবর থেকে কমিউনিটিআরেক্স বাংলাদেশী ফার্মাসির আট টি লোকেশনে প্রত্যেককে বিনা খরচে ফ্লু শট দিবে। আর এই সেবা বিনাা খরচে সমস্ত আলবার্টানদের জন্য। সেবা পেতে কমিউনিটিআরেক্স বাংলাদেশী ফার্মাসি নিম্নোক্ত ফার্মাসিস্ট দের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে ,ফার্মাসিস্ট নাদিম খান: ৪০৩-৮৩১-২৩৯৪, ফার্মাসিস্ট নাসিমা খান: ৪০৩-৮১৮-৯৬৫৫, পরিবহন ও অবস্থানের জন্য: ফাহিম খান: ৪০৩-৬৭১-১১৭৮
কানাডার ক্যালগেরির নিয়মিত সেবাদানকারী প্রতিষ্ঠান কমিউনিটিআরেক্স বাংলাদেশী ফার্মাসি গ্রুপের চেয়ারম্যান প্রফেসর ড. ইব্রাহিম খান জানালেন—বৈশ্বিক মহামারীর এই সময়ে বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে প্রবাসী বাঙালি কমিউনিটির স্বাস্থ্যের দিক বিবেচনা করেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। সকলের স্বাস্থ্য ঠিক রেখে আমরা সবাই এই মহামারী থেকে দ্রুত পরিত্রান পেতে পারি এটাই আমাদের লক্ষ্য। সকলের সুস্বাস্থ্য কামনা করছি।

 

লায়লা নুসরাত, কানাডা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button