জাতীয়জেলার খবর

চলছে পাবনা-৪ আসনে উপনির্বাচনের ভোট

সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে শূন্যঘোষিত পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে করোনা মহামারির মধ্যে ‘স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে’ উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় একযোগে দুই উপজেলার ১২৯টি কেন্দ্রে এ ভোটগ্রহণ শুরু হয়। ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত।

উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির ৩ প্রার্থী অংশ নিয়েছেন। আসনটিতে উপনির্বাচনে আওয়ামী লীগ উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাসকে মনোনয়ন দিয়েছে। অন্যদিকে বিএনপির মনোনয়নে ধানের শীষ নিয়ে লড়ছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এবং জাপা থেকে জেলা কমিটির কার্যকরী সদস্য রেজাউল করিম খোকনকে মনোনয়ন দেয়া হয়েছে।

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, পাবনা-৪ আসনের উপনির্বাচন পরবর্তী ৯০ দিনের মধ্যে অনুষ্ঠিত যাচ্ছে। গত ২ এপ্রিল পাবনা-৪ আসনের সাংসদ শামসুর রহমান শরীফ ডিলু মারা যান।

করোনা ভাইরাস মহামারির প্রেক্ষিতে প্রথম ৯০ দিনের মধ্যে ভোটগ্রহণ না হওয়ায় পরবর্তী ৯০ দিনে ওই আসনের উপনির্বাচনের সিদ্ধান্ত নেয়া হয়। এই হিসাবে ২৮ সেপ্টেম্বরের মধ্যে আসনটিতে উপনির্বাচনের বাধ্যবাধকতা ছিল। দুদিন হাতে রেখেই আজ আসনটিতে ভোট অনুষ্ঠান চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button