করোনাজাতীয়জেলার খবরফিচার

রোহিঙ্গা ক্যাম্পে নিয়ন্ত্রণে এসেছে করোনা ভাইরাস

কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকার রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করে প্রায় ১১ লাখ রোহিঙ্গা। অস্বাস্থ্যকর ও ঘিঞ্জি এলাকায় তাদের বসবাস, একই শৌচাগারে অনেকের যাতায়াত, একই ঘরে গাদাগাদি করে পরিবারের অনেক সদস্যের বাস। এসব কারণে স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছে করোনা আক্রমণে ঝুঁকিপূর্ণ হতে পারে রোহিঙ্গা ক্যাম্প। কিন্তু শরণার্থী বিশ্লেষকের গবেষণায় উঠে এসেছে, মে মাস পর্যন্ত মাত্র ৩৬ জন রোহিঙ্গা করোনা সনাক্ত হয়েছে। এ থেকে বুঝা যায় দ্রুতই ক্যাম্পগুলোতে করোনা প্রতিরোধ করা সম্ভব হয়েছে। বরং যেসব এলাকায় করোনা ঝুঁকি রয়েছে সেখানে প্রতিরোধের আইকন হতে পারে রোহিঙ্গা ক্যাম্প। রোহিঙ্গাদের জীবন যাপন, করোনা ঝুঁকি ও করণীয় তুলে ধরেছেন ফারহানা নীলা।
তবে সংশ্লিষ্ট অনেকের মতে, এই সংখ্যাটা দ্বিগুন হবে {গ্রাফিক্স} এই পরিসংখ্যানের বাইরেও আছে আরো কয়েক লাখ বেশি রোহিঙ্গা বাংলাদেশে রয়েছে ।
ছোট্ট খুপরি ঘরে নিজের জীবন সাজিয়েছেন মিয়ানমার থেকে পালিয়ে আসা হুমায়রা। কেমন কাটছে জীবন? প্রশ্নের উত্তরে কন্ঠ ভারী হয়ে আসে তার, উত্তর দেন, “ আমরা বেচেঁ আছি এই অনেক। বাঁচার আশা ছেড়েই দিয়েছিলাম। বাংলাদেশ সরকার আশ্রয় দিয়েছে, খেয়ে পড়ে বেঁচে আছি। এইই ভালো আছি।” ( বাংলায় ট্রান্সলেট করা হয়েছে)
রোহিঙ্গা ক্যাম্পে করোনা
কথা হলো রোহিঙ্গা ক্যাম্পে থাকা বৃদ্ধ সাদেকের সাথে। করোনা ভাইরাস নিয়ে কিছু জানেন কি না? এমন প্রশ্নে তার উত্তর। “মিয়ানমারে যে নির্যাতন সহ্য করেছি। যে অত্যাচার নিজের চোখে দেখেছি। করোনা ভাইরাসরে আর ডর লাগে না। ”
রোহিঙ্গা ক্যাম্পে করোনা

কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকায় হুমায়রা ও সাদেকের মতো আরো অনেক রোহিঙ্গাদের বসবাস। খুব বেশি সুখ না থাকলেও, গাদাগাদি করে থাকা এই জায়গায় নিজেদের জীবন গড়িয়ে নেয়ার চেষ্টা করছে বাংলাদেশে আশ্রয় পাওয়া রোহিংগা জনগোষ্ঠী। তাদের কাছে মিয়ানমারের নির্যাতনের চেয়ে করোনা ভাইরাস বড় কিছু নয়। কিন্তু পুরো একটা গোষ্ঠী ।এবং পুরো একটা এলাকার জন্য করোনা নিয়ে ভাবা উচিত তাদের সবাইকেই।

বাংলাদেশে রোহিঙ্গাদের সঠিক পরিসংখ্যান এখন পর্যন্ত দিতে পারেনি কোন সংস্থা। সর্বশেষ ২০২০ এর ১ জানুয়ারী ইন্টার সেক্টর কো-অর্ডিনেটর গ্রুপের দেয়া তথ্য অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে প্রায় সাড় ৯ লাখ রোহিঙ্গা।

এবং পুরো একটা এলাকার জন্য করোনা নিয়ে ভাবা উচিত তাদের সবাইকেই।
তবে সংশ্লিষ্ট অনেকের মতে, এই সংখ্যাটা দ্বিগুন হবে। এই পরিসংখ্যানের বাইরেও আরো কয়েক লাখ বেশি রোহিঙ্গা বাংলাদেশে রয়েছে ।
তবে সংশ্লিষ্ট অনেকের মতে, এই সংখ্যাটা দ্বিগুন হবে {গ্রাফিক্স} এই পরিসংখ্যানের বাইরেও আছে আরো কয়েক লাখ বেশি রোহিঙ্গা বাংলাদেশে রয়েছে ।
মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে রাখাইন ছেড়ে বাংলাদেশে আসতে শুরু করেন রোহিঙ্গারা; এই সংখ্যা কিছু দিনের মধ্যে পৌঁছে যায় সাত লাখে৷ আর আগে থেকে বাংলাদেশে অবস্থান করছিল আরও চার লাখ সব মিলিয়ে প্রায় সাড়ে ১১লাখের উপরে হবে তাদের সংখ্যা।
তবে সংশ্লিষ্ট অনেকের মতে, এই সংখ্যাটা দ্বিগুন হবে {গ্রাফিক্স} এই পরিসংখ্যানের বাইরেও আছে আরো কয়েক লাখ বেশি রোহিঙ্গা বাংলাদেশে রয়েছে ।
এই চিত্রে দেখানো হয়েছে, রোহিঙ্গাদের একটি বড় অংশ বাস করছে উখিয়ার কুতুপালং ক্যাম্পে।এখানে ঘিঞ্জি এলাকায় অনেক মানুষের বসবাস। এক এলাকা থেকে আর এক এলাকার দূরত্ব খুব বেশি নয়। তাই ভাইরাস ছড়িয়ে যেতে পারে সহজেই।
সামাজিক দূরত্ব এখানে মানা হচ্ছে না এবং বেশিরভাগ রোহিঙ্গাকে মাস্ক ব্যবহার করতে দেখা যায়নি। ছোট্ট শিশুরাও খোলা জায়গায় ও অস্বাস্থ্যকর পরিবেশে খেলাধুলা করছে।
তবে সংশ্লিষ্ট অনেকের মতে, এই সংখ্যাটা দ্বিগুন হবে {গ্রাফিক্স} এই পরিসংখ্যানের বাইরেও আছে আরো কয়েক লাখ বেশি রোহিঙ্গা বাংলাদেশে রয়েছে ।
তবে সংশ্লিষ্ট অনেকের মতে, এই সংখ্যাটা দ্বিগুন হবে {গ্রাফিক্স} এই পরিসংখ্যানের বাইরেও আছে আরো কয়েক লাখ বেশি রোহিঙ্গা বাংলাদেশে রয়েছে ।জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. এম এ আজিজ বলছেন, “যে পরিবেশে রোহিঙ্গারা জীবন যাপন করছেন তাতে করে করোনা ভাইরাসের ঝুঁকি মারাত্নক আকার ধারন করতে পারে এই রোহিঙ্গা ক্যাম্পে। রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এক বর্গ কিলোমিটারে ৬০ হাজার মানুষের বসবাস৷ ১০ লাখ রোহিঙ্গার বসবাস ৩৪টি ক্যাম্পে৷ আশ্রয়কেন্দ্রে তারা যে ঘরগুলোতে বসবাস করেন তার ক্ষেত্রফল ১০ ফুট বাই ১২ ফুট৷ প্রতিটি ঘরে বসবাস করেন গড়ে সাত-আটজন৷ ঘরগুলো একটার সঙ্গে আরেকটা লাগানো৷ স্যানিটেশন ব্যবস্থাও আলাদা নয়৷ সুতরাং করোনা আক্রান্ত হলে, দ্রুতই ছড়িয়ে পরাটাই স্বাভাবিক।”
তবে শরনার্থী বিশ্লেষক আসিফ মুনির এ আশংকাকে দূরে সরিয়ে দিলেন। তার মতে, “মে মাসের পর নতুন করে কোন করোনা রোগী ধরা পরেনি রোহিঙ্গা ক্যাম্পে। এটি একটি ভালো দিক। ১৪ মে প্রথম কোন রোহিঙ্গা করোনা পজেটিভ হলে, সঙ্গে সঙ্গেইতবে সংশ্লিষ্ট অনেকের মতে, এই সংখ্যাটা দ্বিগুন হবে {গ্রাফিক্স} এই পরিসংখ্যানের বাইরেও আছে আরো কয়েক লাখ বেশি রোহিঙ্গা বাংলাদেশে রয়েছে । নানা উদ্যোগ নেয়া হয়। যেটা ধারণা করা হচ্ছিলো যে, কয়েক লাখ রোহিঙ্গা আক্রান্ত হতে পারে, সেটা কিন্তু হয়নি। তাই আমি মনে করি, শরনার্থী শিবিরগুলোতে তারা কি কি উদ্যোগ নিয়েছ, সেগুলো ফলোআপ করে অন্যান্য স্থাণেও করোনা ঝুঁকি এড়ানো সম্ভব। ”
ইন্টার সেক্টর কো-অর্ডিনেটর গ্রুপের এই চিত্রে দেখানো হয়েছে বয়স অনুযায়ী রোহিঙ্গাদের মধ্যে শিশু ও তরুণের সংখ্যাই বেশি।
তবে সংশ্লিষ্ট অনেকের মতে, এই সংখ্যাটা দ্বিগুন হবে {গ্রাফিক্স} এই পরিসংখ্যানের বাইরেও আছে আরো কয়েক লাখ বেশি রোহিঙ্গা বাংলাদেশে রয়েছে ।
যেখানে করোনা আক্রান্তে বেশি ঝুঁকিতে আছে বয়স্করা। কিন্তু বাংলাদেশে বয়স্ক শরনার্থীদের সংখ্যা খুবই কম।
তবে সংশ্লিষ্ট অনেকের মতে, এই সংখ্যাটা দ্বিগুন হবে {গ্রাফিক্স} এই পরিসংখ্যানের বাইরেও আছে আরো কয়েক লাখ বেশি রোহিঙ্গা বাংলাদেশে রয়েছে ।
এসব বিবেচনায় একই মত প্রকাশ করেছেন সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হাসান। তিনি বলছেন, “করোনা সংক্রমণে এখনো মারাত্মক আকার ধারণ করেনি রোহিঙ্গা ক্যাম্পে। কিন্তু শুরুতে এই ক্যাম্প ও রোহিঙ্গাদের নিয়ে বেশ আতঙ্ক সৃষ্টি হয়েছিলো। সুতরাং সামনেও এর আকার ধারণ করবে বলে মনে হচ্ছে না। তবে যতদ্রুত সম্ভব রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাংলাদেশ -নিয়ানমারের মধ্যে বৈঠক হওয়াটাও জরুরী”।
করোনা ঠেকাতে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দেশি ও বিদেশী নানা উদ্যোগ।নেয়া হয়েছে। যা ক্যাম্পের সংক্রমণকে প্রতিরোধ করতে সফল হয়েছে। সেনাবাহিনী মাইকিং করে সতর্ক জারি করে দিয়েছে। দেশি ও বিদেশী সংস্থা ও এনজিওরা মাস্ক বিতরণ করছে। স্বেচ্ছাসেবকরা জীবনের ঝুঁকি নিয়ে নানা পরামর্শ দিয়ে যাচ্ছে।
তবে সংশ্লিষ্ট অনেকের মতে, এই সংখ্যাটা দ্বিগুন হবে {গ্রাফিক্স} এই পরিসংখ্যানের বাইরেও আছে আরো কয়েক লাখ বেশি রোহিঙ্গা বাংলাদেশে রয়েছে ।
৩০০ শয্যা বিশিষ্ট আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে। স্থান ভেদে রেড এলার্ট দেয়া হয়েছে। এই উদ্যোগগুলো চলমান থাকলে, রোহিঙ্গাদের ক্যাম্পে করোনা নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করেছেন বিশেষজ্ঞরা।
ফারহানা নীলা
ফারহানা নীলা
সিনিয়র রিপোর্টার 
নিউজ নাউ বাংলা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button