জাতীয়বিবিধসাহিত্য ও বিনোদন

আলাউদ্দিন আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আহম্মেদ মুন্নীঃ

বরেণ্য সংগীত পরিচালক ও সুরকার আলাউদ্দিন আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৯ আগস্ট) এক বার্তায় রাষ্ট্রপতি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, সঙ্গীতজ্ঞ আলাউদ্দিন আলীর মৃত্যু দেশের সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শোকবার্তায় দেশের সংগীত জগতে আলাউদ্দিন আলীর অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এছাড়া তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

কিংবদন্তি সংগীত পরিচালক ও সুরসম্রাট আলাউদ্দিন আলী রোববার (৯ আগস্ট) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর মহাখালীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বরেণ্য সংগীত পরিচালক ও সুরকার আলাউদ্দিন আলী ‘একবার যদি কেউ ভালবাসত’, ‘যে ছিল দৃষ্টির সীমানায়, ‘হয় যদি বদনাম হোক আরও’, ‘আছেন আমার মোক্তার, আছেন আমার ব্যারিস্টার’সহ অসংখ্য শ্রুতিমধুর গানের স্রষ্টা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button