করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন কেন্দ্রীয় ঔষধাগারের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদ উল্লাহ। শনিবার (২৫ জুলাই) বিকেল ৩টার দিকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানান, ‘গত এক মাস থেকে তিনি গুরুতর অসুস্থ ছিলেন। তিনি গত ২৫ জুন হাসপাতালে ভর্তি হয়েছিলেন, আজ মারা গেলেন।’
ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদ উল্লাহ কেন্দ্রীয় ঔষধাগার তথা সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপোর (সিএমএসডি) সদ্য সাবেক পরিচালক। করোনা ভাইরাসের সংক্রমণের শুরু দিকে সিএমএসডি থেকে নকল এন-৯৫ মাস্ক সরবরাহ নিয়ে আলোচনা সমালোচনার মধ্যে গত ২২ মে মো. শহীদ উল্লাহকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিল সরকার।
শুরু দিকে চিকিৎসা সরঞ্জাম দিয়ে আলোচনা-সমালোচনার পর স্বাস্থ্য মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করে। সেই কমিটি বিষয়টি তদন্ত করে মে মাসের শেষে সরকারকে প্রতিবেদন দেয়। তবে কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখনও প্রকাশ করা হয়নি তদন্ত প্রতিবেদনও।