মন্তব্য কলাম

বাণিজ্যের প্রাণকেন্দ্র ম্যানহাটন কখনো ঘুমায়না; সেখানে ফাহিমের এমন ভয়ংকর হত্যা!-পীর হাবিবুর রহমান

মাত্র ৩৩বছর বয়সী আমাদের ছেলে ফাহিম সালেহ পৃথিবীর ব্যস্ততম বানিজ্যিক নগরী নিউইয়র্কের ম্যানহাটনে নিজের ফ্ল্যাটে কি নৃশংসভাবে খুন হয়েছে।কতটা রোমমহর্ষক বর্বর এ হত্যাকান্ড —জেনেছে দুনিয়া।

কদিন আগেও যে নগরী ছিলো করোনার অভিশাপে মৃত্যুর মিছিলের শোকার্ত নগরী,সেখানকার ব্যস্ততম ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র ম্যানহাটন কখনো ঘুমায়না।যতোবার নিউইয়র্ক যাই, আসার আগের রাতে ম্যানহাটনের নয়নকাড়া রুপটা দেখে আসি। সেখানে এমন ভয়ংকর হত্যা!বৈদ্যুতিক করাতে ছিন্নভিন্ন দেহ,বুকটাও কেটেছে!

৩৩বছরের জীবনে ১৫বছরই উদ্যোক্তা ফাহিম প্রযুক্তি বানিজ্যে নিবেদিত মেধাবি সন্তান হিসেবে আলো ছড়ান।পাঠাওয়ের সাফল্য জনপ্রিয়তা দেখান।সাদামাটা জীবনযাপনে নির্বিবাদী বাণিজ্য ও কাজের ইবাদত মগ্ন ফাহিমকেও উন্নত দেশে সকল নিরাপত্তা ভেঙ্গে খুন!

করোনা অমানুষদের মানুষ করেনি বর্বর করেছে।এখনো অসৎ প্রতারক ভন্ড মিথ্যুক চতুর বিশ্বাসঘাতক চরিত্রহীন বিকৃত দুর্নীতিবাজ খুনীদের কি বেপরোয়া ঔদ্ধত্য!এখনো মৃত্যুর সামনে দাঁড়িয়েও মিথ্যা অহংকারীদের দম্ভের পতন হয়নি।চতুরতা লোভ বিকৃত নীতিহীন সস্তা অমর্যাদা অসম্মানের জীবন কাটানোর, আজন্ম বেইমানির কোন গ্লানি নেই,অনুশোচনা নেই। আছে মিথ্যা অহংকার টাকার লোভ।অবৈধ বেআইনি মূল্যবোধহীন অর্থসম্পদের লোভ!পারিবারিক নৈতিক শিক্ষা অনেকের নেই,যাদের আছে তাদের অনেকের ভেঙ্গে গেছে লোভে!অমর্যাদার জঘন্য লোভের আনন্দময় জীবনযাপনে!যাদের আছে পারিবারিক সামাজিক মূল্যবোধ তারা লড়ছে, যন্ত্রণাভোগ করছে।

ইতালির দৈনিক, আরব নিউজের পর এখন আলজাজিরা,গার্ডিয়ান,নিউইয়র্ক টাইমসে আমাদের দেশের করোনা বাণিজ্যের নেতিবাচক খবর।সাবরিনা,আরিফ,সাহেদের জেকেজি,রিজেন্টের, করোনার ভুয়া রিপোর্ট বাণিজ্যের খবর!কতজনের কত ধান্ধা কত মতলব কত লোভ!

পৃথিবীর মানুষকে করোনা বদলে দেবে,মানবিক সৎ জীবনযাপনের বাঁকে নিয়ে আসবে এমনটা আর হলো কই?ভেজাল খাবার,মুনাফালোভীদের চড়া পন্য সয়েছি।এখন অমানবিক চিকিৎসা,ভূতুড়ে বিল,ভেজাল ঔষধও সহ্য করতে হচ্ছে।কি এক অমানবিক পৃথিবী ও মানুষ!

করোনার এত মৃত্যুর মুখেও নিজেদের বদলাতে পারেনি!করোনা গেলে এরা আরও বেপরোয়াই হবে!কি অসহায়ত্ব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button