করোনাজাতীয়

করোনায় মঞ্জুর এলাহীর স্ত্রী নিলুফারের মৃত্যু; স্বেচ্ছাসেবক লীগের শোক

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহীর স্ত্রী নিলুফার মঞ্জুর মারা গেছেন।

মঙ্গলবার ভোররাতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজধানীর সানবিমস স্কুলের এই প্রতিষ্ঠাতা অধ্যক্ষ।

নিলুফারের স্বামী এপেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা মঞ্জুর এলাহী নিজেও করোনাভাইরাসে আক্রান্ত। তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিলুফার মঞ্জুর ১৯৭৪ সালে ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান সানবিমস স্কুলের প্রতিষ্ঠা করেন। তিনি সোশ্যাল মার্কেটিং কোম্পানির সঙ্গেও যুক্ত।

নিলুফার মঞ্জুরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান । তিনি নিলুফারের বিদেহি আত্মার মাগফেরাত কামনা করেছেন।  শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

 

Related Articles

Leave a Reply

Back to top button