করোনাজাতীয়

আওয়ামী লীগের সাবেক সাংসদ হাজী মকবুল হোসেন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন

সাবেক এমপি হাজী মকবুল হোসেন আজ রাত ৯ টা ১০ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন

ঢাকার ধানমন্ডি-মোহাম্মদপুর থেকে নির্বাচিত সাবেক এমপি হাজী মকবুল হোসেন আজ রাত ৯ টা ১০ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হাজী মকবুল হোসেন

কয়েকদিন আগে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হোন এবং চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হোন।
আজ রাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাঁর স্ত্রী ও করোনায় আক্রান্ত হয়ে শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক জনাব হাজী মকবুল হোসেন ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ঢাকার ধানমন্ডি মোহাম্মদপুর থেকে সংসদ সদস্য নির্বাচিত হোন। তিনি ৯৬ এর অসহযোগ আন্দোলন এবং ২০০১ সালের ১ অক্টোবরের পর বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা’র নেতৃত্বে বিএনপি-জামাত জোট সরকার বিরোধী  আন্দোলনে রাজপথে সাহসী ভূমিকা রাখেন।

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব হাজী মকবুল হোসেন এর ছেলে আহসানুল হক টিটু বর্তমানে টাঙ্গাইল – ৬ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য।

শমরিতা মেডিকেল কলেজ ছাড়াও অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান এবং সন্ধানী লাইফ ইন্স্যরেন্সের মালিক তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button