করোনারাজনীতি

করোনা মোকাবিলায় দেশে জরুরি কুইক টেস্টিং: জিএম কাদের

করোনা ভাইরাস মোকাবিলায় দেশে কুইক টেস্টিং খুব জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

তিনি বলেছেন, দ্রুততম সময়ে পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হলে রোগীর চিকিৎসায় চিকিৎসকরা দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন।

সোমবার (১১ মে) সকালে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী যে পদ্ধতিতে করোনাভাইরাসের টেস্ট করা হচ্ছে, তা শতভাগ সঠিক ফল দিচ্ছে না। নমুনা সংগ্রহ থেকে বিভিন্ন কারণেই সঠিক ফল আসছে না। সে ক্ষেত্রে কুইক টেস্ট হলে পরীক্ষার ফল ভালো হবে।

জাপা চেয়ারম্যান আরও বলেন, দেশে উদ্ভাবিত পদ্ধতিতে করোনা পরীক্ষা করা যেতে পারে। অথবা বিদেশ থেকে আমদানি করে হলেও কুইক টেস্টিংয়ের ব্যবস্থা করতে হবে। তিনি চলমান পরীক্ষা-নিরীক্ষার সমালোচনা করে বলেন, টেস্ট করতে তিন দিন সময় লাগে আর রেজাল্ট পেতে সময় লাগে আরো ৭ দিন। দেখা যায় ১০ দিনে রোগী মারা যাচ্ছে। তাই দ্রুততম সময়ে পরীক্ষা-নিরীক্ষা করে করোনা রোগীদের চিকিৎসা দেওয়ার বিকল্প নেই।

তিনি বলেন, আমাদের দেশ বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ একটি দেশ। ভারতের চেয়ে তিন গুণ এবং চীনের চেয়ে আট গুণ বেশি ঘনবসতি আমাদের দেশে। আবার একটি ঘরে ৮ থেকে ১০ জন বসবাস করে। তারা একটি বাথরুম ব্যবহার করে। এমন বাস্তবতায় আইসোলেশন পুরোপুরি কঠিন বিষয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button