জাতীয়

সিঙ্গাপুরে করোনা আক্রান্ত বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক: পররাষ্ট্রমন্ত্রী

সিঙ্গাপুরে করোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সংস্কার নিয়ে এক অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

তিনি আরো জানান, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ব্রিভিয়ান বালাকৃষ্ণান তাকে টেলিফোনে জানিয়েছেন, ৩৯ বছর বয়সী ওই বাংলাদেশি চিকিৎসায় সাড়া দিচ্ছেন না। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।

গত ৯ ফেব্রুয়ারি সিঙ্গাপুরে প্রথম কোনও বাংলাদেশির শরীরে করোনাভাইরাস শনাক্ত করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বাংলাদেশি ওই প্রবাসী সিঙ্গাপুরের এনসিআইডির আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন।

সিঙ্গাপুরে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮১ জন। এদের মধ্যে ৫ জন বাংলাদেশি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button