জাতীয়

সমুদ্র বিজয়ের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে দক্ষ জনশক্তি দরকার: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ বলেছেন, সমুদ্র বিজয়ের পর দেশের বিশাল সমুদ্র এলাকায় অর্থনীতির অপার সম্ভাবনা সৃষ্টি হয়েছে, এই সম্ভাবনাকে কাজে লাগাতে দক্ষ জনবল তৈরি করতে হবে।

রোববার বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ আয়োজিত তিনদিনের ইন্টারন্যাশনাল কনফারেন্স ‘আইসিইইএসটি- ২০২০’ উদ্বোধন করে এসব কথা বলেন রাষ্ট্রপতি। এসময় তিনি বলেন, বিশ্বের উন্নত দেশগুলো জলবায়ু দূষিত করলেও এর জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের মতো দেশগুলো। তাই এই বৈশ্বিক সমস্যা সমাধানের জন্য পুরো বিশ্বকেই এগিয়ে আসতে হবে। গবেষণায় ছাত্রদের পাশাপাশি শিক্ষকদের অংশগ্রহণ বাড়াতে হবে । জ্ঞান ও প্রযুক্তিগত বিষয়ে গবেষণা বৃদ্ধি করে আন্তর্জাতিক মান বজায় রাখতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহবান জানান রাষ্ট্রপতি।

Related Articles

Leave a Reply

Back to top button