আন্তর্জাতিক

ট্রাম্পের চুড়ান্ত অভিশংসন: সিনেটে প্রস্তাব পাঠাল নিম্নকক্ষ

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব পাস করেছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভ। প্রস্তাবটি এরই মধ্যে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাঠিয়ে দিয়েছে হাউজ অব রিপ্রেজেন্টেটিভ।

এদিকে, সিনেটে ট্রাম্পের অভিশংসন বিচারের শুনানিতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালনের জন্য সাতজন সংসদ সদস্যকে ভোটের মাধ্যমে নির্বাচিত করেছে হাউজ অব রিপ্রেজেন্টেটিভ।

তারা হলেন, অ্যাডাম শিফ (হাউজ ইন্টেলিজেন্স প্রধান), জেরি ন্যাডলার (হাউজ জুডিসিয়ারি প্রধান), হাকিম জেফরিস (প্রতিনিধি), জ্যাসন ক্রো (প্রতিনিধি), ভাল ডেমিংস (প্রতিনিধি), জো লোফগ্রেন (প্রতিনিধি) ও সিলভিয়া গার্সিয়া

Related Articles

Leave a Reply

Back to top button