তিন কর্মকর্তার সচিব হিসেবে পদোন্নতি, তথ্য সচিব হলেন কামরুন নাহার
জনপ্রশাসনের অতিরিক্ত সচিব পর্যায়ের তিনজন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। এছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহারকে তথ্য সচিব হিসেবে বদলি করা হয়েছে।
আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এ পদোন্নতি ও বদলির আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. মাহবুব হোসেনকে পদোন্নতি দিয়ে সচিব হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পদায়ন করা হয়েছে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রওনক মাহমুদকে পদোন্নতি দিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) ড. সুলতান আহমেদকে পদোন্নতি দিয়ে বিদ্যুৎ বিভাগে পদায়ন করা হয়েছে। চুক্তিতে নিয়োগ পাওয়া তথ্যসচিব আবদুল মালেকের মেয়াদ শেষ ৩০ ডিসেম্বর। তার জায়গায় স্থলাভিষিক্ত হবেন কামরুন নাহার। আর ৩১ ডিসেম্বর মেয়াদ শেষ হবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. রইছউল আলম মণ্ডলের।
অন্যদিকে, বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব আহমদ কায়কাউসকে রবিবার পৃথক প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব করা হয়েছে।।