অর্থ বাণিজ্য

বিদায়ী বছরটি ছিল ব্যবসা-বাণিজ্য সংগঠিত করার বছর, ২০২০ হবে সম্ভাবনার বছর: আব্দুল মাতলুব আহমাদ

মহাকালের গর্ভে আর ক’দিন বাদেই হারিয়ে যাবে ইংরেজি বছর ২০১৯ সাল। নতুন প্রত্যাশা আর সম্ভাবনা নিয়ে আসবে নতুন বছর ২০২০ সাল। নতুন বছরকে বরণ করে নিতে প্রস্তুত হচ্ছে সবাই। বিদায়ী বছরের খামতিগুলো কাটিয়ে নতুন বছরকে সম্ভাবনাময় করে তুলতে প্রয়োজন বিদায়ী বছরের সমস্যাগুলো চিহ্নিত করে যথোপযুক্ত পরিকল্পনা করা। বিদায়ী বছরে কেমন ছিল দেশের ব্যবসা বাণিজ্য? সাফল্য, ব্যর্থতা আর আগামী দিনের চ্যালেঞ্জ, সম্ভাবনা নিয়ে দেশের শীর্ষ ব্যবসায়ী , সফল উদ্যেক্তা , এফবিসিসিআই’র সাবেক সভাপতি এবং ইন্দো-বাংলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বর্তমান সভাপতি আব্দুল মাতলুব আহমাদ “ নিউজ নাউ বাংলার” সাথে খোলামেলা আলোচনা করেছেন। সাক্ষাৎকারটি নিয়েছেন “নিউজ নাউ বাংলা’র সম্পাদক শামীমা দোলা। সাক্ষাৎকারটি তুলে দেওয়া হলো:

নিউজ নাউ বাংলা: ২০১৯ সাল কেমন গেলো?

আব্দুল মাতলুব আহমাদ: এ বছরের শুরুতেই ছিল এ সরকারের নতুন আগমন। আমাদের সবার আশা নতুন সরকার নতুন ভাবে দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে। আমরা যারা ট্রান্সপোর্টেশন নেটওয়ার্কে কাজ করি তারা দেখতে পেয়েছি পুরো বছরে আমরা যেভাবে আশা করেছিলাম সেভাবে ব্যবসা করতে পারিনি। তবে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় আমরা ভাল আছি। এবছরে অন্যান্য দেশের চেয়ে খুব একটা খারাপ করিনি আমরা।আমি মনে করি যখন ব্যবসা বাণিজ্য স্লো থাকে , কাজের চাপ কম থাকে তখন ব্যবসা বাণিজ্য গুছিয়ে নেবার সুযোগ পাওয়া যায়। আমাদের স্ট্রাফ, এইচআরআর, আমাদের ইনফ্রাসট্রাকচার নতুন করে সাজাতে পেরেছি এবছর। বিগত যেকোন সময়ের চেয়ে আমাদের অবকাঠামো এবং প্রশিক্ষণ দিয়ে স্টাফের দক্ষতা এবং মোটিভেশন এখন অনেক ভাল। ব্যবসার কোয়ালিটি এবং ক্যাপাসিটি বাড়াতে পেরেছি। নতুন বছরে এই কোয়ালিটি এবং ক্যাপাসিটি যথোপযুক্ত ব্যবহার করতে পারব। তাই বলতে পারি বিদায়ী বছরটি ছিল আমাদের সুসংগঠিত হবার বছর।

নিউজ নাউ বাংলা: ২০২০ সাল কেমন হবে? আপনার প্রত্যাশা কী?

আব্দুল মাতলুব আহমাদ: আমাদের দরজায় কড়া নাড়ছে ২০২০ সাল। দুদিন পরেই আসবে নতুন বছর । আমার ধারনা এ বছরে সব ধরনের ব্যবসাই আগের তুলনায় অনেক বেড়ে যাবে। আমাদের যেসব মেগা প্রকল্প আছে তার অনেক গুলোই এবছরে দৃশ্যমান হবে, বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোর বেশ কয়েকটা সক্রিয় হবে। গত কয়েক বছর ধরে আমাদের ব্যবসা বাণিজ্যে সরাসরি বৈদেশিক বিনিয়োগ বেড়ে চলেছে। এগুলো এবছরে আরও বাড়বে ।

আমি মনে করি আমাদের ট্রান্সপোর্টেশন ব্যবসাসহ সব ধরনের ব্যবসা বাণিজ্য বেড়ে যাবে ২০২০ সালে । কিছুটা দু:চিন্তা আছে তৈরী পোশাক খাত নিয়ে। তবে তৈরী পোশাক খাতেও যারা বড় উদ্যেক্তা তারা কিন্তু ইতিমধ্যেই স্ট্রাকচার এডজাস্টমেন্ট করে ফেলেছে। কিভাবে কস্ট মিনিমাইজ করা যায় , ইন্টারন্যাশনাল প্রাইসের সাথে কিভাবে তাল মিলিয়ে চলা যায়, এগুলো অনেক ডেভেলপ করে ফেলেছে। এনভায়রনমেন্টাল যেসব সমস্যা ছিল সেগুলোও সমাধান করে ফেলেছে। তাই মনে করি আগামী বছরটি হবে সব ব্যবসা বাণিজ্যের জন্যে সম্ভাবনার বছর।

নিউজ নাউ বাংলা: তৈরী পোশাক আমাদের রপ্তানীর একটি গুরুত্বপূর্ণ খাত । এখনো পর্যন্ত এর বিকল্প কিছু দাঁড়ায়নি। আপনি বললেন এ খাতের বড় উদ্যেক্তারা অনেকটাই গুছিযে এনেছে। তৈরী পোশাক ব্যবসায়ীরা বলছেন নীতি সহায়তা দিলে আগামী বছর ঘুরে দাঁড়াবে।আপনি কী মনে করেন?

আব্দুল মাতলুব আহমাদ: তৈরী পোশাক খাত প্রথম থেকে সরকারের নীতি সহায়তায় গড়ে উঠেছে। অনাকাঙ্খিত ভাবে এই সহায়তা থেকে বেড়িয়ে আসার অনেক চৈষ্টা সত্বেও বেড়িয়ে আসতে পারে নাই। এখনো এই খাত নিজস্ব ভাবে চলার মত করে গড়ে ওঠেনি। যেহেতু আমাদর প্রতিযোগী অন্যান্য দেশে অনেক সহায়তা দিচ্ছে এই খাতে তাই প্রতিযোগিতায় টিকতে হলে আমাদেরও সহায়তা অব্যাহত রাখতে হবে। এমনকি নতুন নীতিতে যদি আগের চেয়ে আরও বেশি সহায়তা প্রয়োজন হয় তবে বেশীই দিতে হবে। বিগত দিনের চেয়েও বেশি সহায়তা পাওয়ার যোগ্যতা রাখে তৈরী পোশাক খাত ।

আমাদের রপ্তানী বাণিজ্যে যেহেতু তৈরী পোশাক খাতের মত আর কোন খাত এখনো গড়ে উঠেনি কিংবা রপ্তানীতে এখনো টেক্সটাইল খাত ৮০ ভাগের উপরে রয়েছে। তাই এই খাতের উপর কোন আঘাত আসলে দেশের অর্থনীতিতে বিরাট সমস্যা হবে। সেজন্যে এই খাতের কোথায় কী সহায়তা দিতে হবে এবং কতদিনের জন্যে দিতে হবে তা নির্ধারণ করতে একটি কমিটি করতে হবে। এতে দেশের কত কোটি টাকা খরচ হবে এবং এটা দেশকে কী দেবে এই এনালিসিসটা করতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব এনালিসিসটা করে নতুন নীতি যত দ্রুত আনা যাবে তত তাড়াতাড়ি এই খাত ঘুরে দাঁড়াবে। নিশ্চয়ই নীতি সহায়তা দিলে এই খাত ঘুরে দাঁড়াবে।

নিউজ নাউ বাংলা: আপনি ইলেকট্রিক কার করার কথা বলেছিলেন , সেটি কতদূর?

আব্দুল মাতলুব আহমাদ: নিটল নিলয় গ্রুপ প্রথম ইলেকট্রিক কার তৈরীর পরিকল্পনা নিয়েছে। এই বিষয়ে আমরা রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেন্টারও খুলেছি। কিন্তু যতক্ষন পর্যন্ত সরকারের কোন নীতিঘোষণা না হবে ততক্ষন পর্যন্ত আমরা এগিয়েও এগোতে পারছি না। সরকারের কোন নীতি নাই।

আমি আশা করছি আগামী বছরে যদি ফোর হুইল কারস এন্ড ট্রান্সপোর্টেশনে সরকারের নীতি চলে আসে তাহলে আমরা একটি দিক নির্দেশনা পাব। যতক্ষন পর্যন্ত সরকারের কোন নীতি না আসছে ততক্ষন পর্যন্ত আমরা এগোতে পারছি না। তাই নিউজ নাউ বাংলার এর মাধ্যমে এই খাতে সরকারের নীতি ঘোষণার আহবান জানাচ্ছি।

নিউজ নাউ বাংলা: আপনি ট্রান্সপোর্টেশন খাতের কথা বললেন .আমরা জানি আবাসন খাতে আপনি একটি নতুন অফার এনেছেন “ভাড়ার টাকায় ফ্লাটের মালিক”। তো আবাসন খাতের জন্যে আসছে বছর কেমন যাবে?

আব্দুল মাতলুব আহমাদ: ইয়ং কাপল এবং যাদের ফ্যামিলি যারা ছোট ফ্লাট কিনতে চান, তাদের জন্যে নিটল আয়াতের একটি প্রকল্প হচ্ছে ’ ভাড়ার টাকায় ফ্লাটের মালিক’। নিটল আয়াত বাড়ি বা ফ্লাট বানায় না। রেডিমেট বাড়ি ক্রয় করে যারা বাড়ি কিনতে চান তাদের আমরা ২০ বছর পর্যন্ত কিস্তিতে দিয়ে থাকি।

নিটল আয়াতের নতুন দিক হলো ক্লায়েন্টের ফ্যামিলি বড় হলে পরে সে পুরনো ফ্লাট বদলে নতুন করে দাম সমন্বয় করে বড় ফ্লাট নিতে পারে । এটা শুধু যে ঢাকাতেই সম্ভব তা না, ঢাকার

 

 

 

 

Related Articles

Leave a Reply

Back to top button