জাতীয়

৯ জানুয়ারি বসছে সংসদের ষষ্ঠ অধিবেশন

একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন আগামী ৯ জানুয়ারি বসবে। ওই দিন বিকাল চারটায় সংসদের বৈঠক বসবে।

এটি শীতকালীন অধিবেশন নামেও পরিচিত। এটা হবে নতুন বছরের প্রথম অধিবেশন। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অধিবেশনের শুরুর দিনে ভাষণ দেবেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁর সাংবিধানিক ক্ষমতা বলে মঙ্গলবার এই অধিবেশন আহ্বান করেছেন বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সংবিধান অনুযায়ী বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেন। ভাষণটি সরকারের মন্ত্রিপরিষদের অনুমোদনে করা হয়ে থাকে। অধিবেশন শুরুর দিন রাষ্ট্রপতি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য রাখবেন। এরপর রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনা হয়ে থাকে।

সংসদের আসন্ন অধিবেশন কতদিন চলবে, এ বিষয়ে অধিবেশনের আগে অনুষ্ঠেয় কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে।

Related Articles

Leave a Reply

Back to top button