জাতীয়

জাতির পিতাকে সম্মানসূচক ড. অব ল দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘ড. অব ল’ সম্মাননা দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় । আইন বিভাগের সাবেক ছাত্র হওয়ায় তাকে এ সম্মাননা দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। আগামী বছর মুজিববর্ষে এ সম্মাননা দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তন উপলক্ষে শনিবার সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ তথ্য জানিয়েছেন। উপাচার্য বলেন, ‘মুজিববর্ষের কর্মসূচি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ড. অব ল সম্মাননায় ভূষিত করার সিদ্ধান্ত হয়েছে।’

জাতির পিতা বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে চতুর্থ শ্রেণির কর্মচারীদের অধিকারের জন্য আন্দোলন করেন। কোনও কারণ দর্শানোর নোটিশ ছাড়া ১৯৪৯ সালে তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছিল। ২০১০ সালের ১৪ আগস্ট ৬১ বছর পর তার বহিষ্কারাদেশ তুলে নেয় সিন্ডিকেট।

Related Articles

Leave a Reply

Back to top button