খালেদার মুক্তির দাবিতে কাল বিক্ষোভ করবে বিএনপি
খালেদা জিয়ার মুক্তির দাবীতে কাল ঢাকার প্রতিটি থানায় এবং সার দেশের জেলা ও মহানগরে বিক্ষোভ করবে বিএনপি। দুপুরে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি মহাসচিব এই কর্মসূচি ঘোষণা করেন। এছাড়া বিজয় বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসে ৫ দিনের কর্মসূচিও জানান মির্জা ফখরুল।
দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ বুদ্ধিজীবি দিবস ও বিজয় দিবসের কর্মসূচি ঠিক করতে যৌথসভা হয়।
সভা থেকে ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, র্যালি ও শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচি নেয়া হয়। পরে কর্মসূচির বিস্তারিত জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কর্মসূচিগুলো হচ্ছে- ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের দিন ভোরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা অধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ, ১৫ ডিসেম্বর বিকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আলোচনা সভা, ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন সকালে সাভারে জাতীয় স্মৃতি সৌধে পুস্পমাল্য অর্পণ ও পরে শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান কবরে পুস্পমাল্য অর্পণ, ১৭ ডিসেম্বর ঢাকা বিজয় শোভাযাত্রা এবং বিজয় দিবসের আলোচনা সভা।
বিজয় দিবসের দিন নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে চেয়ারপারসনের কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে আলোকসজ্জা করবে বিএনপি। দিবসটি উপলক্ষে তারা পোস্টারও প্রকাশ করবে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রাখা হয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচিও ঘোষণা করেন বিএনপি মহাসচিব। রোববার ঢাকা মহানগরের থানায় থানায় এবং সারাদেশে জেলা সদরে বিক্ষোভ করবে বিএনপি।
মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতন্ত্রকে সরকার ধ্বংস করছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব।