খেলা

এসএ গেমসের সপ্তম দিনে তিন স্বর্ণপদক বাংলাদেশের

এসএ গেমসের সপ্তম দিনে তিনটি স্বর্ণ পদক জিতেছে বাংলাদেশ। ভারোত্তোলনে মাবিয়া আক্তার সীমান্ত দেশকে পঞ্চম স্বর্ণ এনে দেন। আর ভারোত্তলোক জিয়ারুল ইসলামের পর ফেন্সিংয়ে স্বর্ণ পদক জিতেছেন ফাতেমা মুজিব। এ পর্যন্ত ৭টি স্বর্ণ জিতলো বাংলাদেশ। এছাড়া, ভারোত্তোলনে রৌপ্য জিতেছেন জোহরা খাতুন নিশা।

এটি আরেকটি সাফল্যের দিন বাংলাদেশের। এদিন প্রথম স্বর্ণ পদক এনে দেন ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। এটি ছিলো বাংলাদেশের পঞ্চম স্বর্ণপদক। ৭৬ কেজি ওজন শ্রেণীতে শ্রীলঙ্কার সি বি প্রিয়ন্তিকে হারিয়েছেন মাবিয়া। এরআগে, ২০১৬ সালে ৬৩ কেজিতে স্বর্ণ জিতেছিলেন তিনি।
এরপরই সাফল্য এনে দেন ভারোত্তলোক জিয়ারুল। ছেলেদের ৯৬ কেজি ওজন শ্রেণীতে নেপালের বিশাল সিংকে হারিয়ে দেশকে স্বর্ণ পদক এনে দেন তিনি।
ভারোত্তোলনে দুটি স্বর্ণপদক জয়ের রেশ থাকতেই বাংলাদেশকে সপ্তম স্বর্ণ পদকের আনন্দে ভাসিয়েছেন ফাতেমা মুজিব। ফেন্সিং ডিসিপ্লিনে মেয়েদের একক সাভার ইভেন্টে বাংলাদেশের হয়ে পদক অর্জন করেন তিনি।
এদিকে, ভারোত্তোলনের ৮১ কেজিতে রৌপ্য জিতেছেন বাংলাদেশের জোহরা খাতুন নিশা।

Related Articles

Leave a Reply

Back to top button