মুন্সীগঞ্জে বাসের সাথে বরযাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষ নিহত ১০
মুন্সীগঞ্জের শ্রীনগরে বাসের সাথে বরযাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের ৬ জনসহ ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন। নিহতদের ৬ জন ঘটনাস্থল, ২ জন শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ২ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে স্বাধীন পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকা-মাওয়া মহাসড়ক দিয়ে লৌহজংয়ের শিমুলিয়া ঘাটের দিকে যাচ্ছিল। একই সময় লৌহজংয়ের কনকসার থেকে বরযাত্রী নিয়ে ঢাকার দিকে আসছিল একটি মাইক্রোবাস। উপজেলার ষোলঘরে পৌছার পর বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায় মাইক্রোবাসটি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে। স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয় ৬ জনের মৃতদেহ। নিহতদের মধ্যে ৩ শিশু রয়েছে।
নিহতরা ৯ জন হলেন : আবদুর রশিদ, নিপা আক্তার, তাবাসসুম আক্তার, রেনু আক্তার, মো. তাহসান, কেরামত আলী, মফিদুল মোল্লা, মো. বিল্লাল ও রুনা আকতার। তাদের ৬ জন একই পরিবারের। নিহত প্রত্যেকের পরিবারকে নগদ ২০ হাজার টাকা করে দেয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার।
আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।