রাজনীতি

বাজারে গুজব: লবন কেনার হিড়িক

হঠাৎ করে লবন কেনার হিড়িক পড়েছে বাজারে। এ অবস্থার জন্য গুজবকে দায়ী করেছেন ব্যবসায়ী ও ক্রেতারা।এই সুযোগে কিছু ব্যবসায়ী দাম বাড়ানোর পাশাপাশি কেউ কেউ বিক্রি বন্ধ করে দিয়েছে।
রাজধানীর কারওয়ান হঠাৎ লবন কিনতে ভিড় বেড়ে যায় মানুষের।
মনুষের হাতে, গাড়ীতে, বাইকে, লবনের প্যাকেট। সকাল থেকেই গুজবের ডালপালা মেলতে শুরু করে। সবার মুখে মুখে লবনের কেজি দুইশ ছাড়িয়েছে। বাজারে লবনও পাওয়া যাচ্ছে না। এভাবে গুজব ছড়িয়ে পড়ায় লবনের জন্যে কাড়াকাড়ি লাগে বাজারে।
প্রত্যেকেই প্রয়োজনের তুলনায় কয়েকগুন বেশি লবন কিনে নিচ্ছেন। ফলে টান পড়েছে সরবরাহে। এই সুযোগে এক শ্রেণীর অসাধু দোকানদার দামও বাড়িয়ে দিয়েছে।
তবে শিল্প মন্ত্রণালায় বিজ্ঞপ্তিতে জানায় লবনের মজুদ আছে যথেষ্ঠ। সাড়ে ৬ লাখ মেট্রিক টনের বেশি ভোজ্য লবণ মজুদ রয়েছে। জানানো হয়, প্রতি মাসে প্রয়োজন ১ লাখ মেট্রিক টন।আর চলতি মাসেই শুরু হচ্ছে নতুন উৎপাদন। আর বানিজ্যমন্ত্রীর অভিযোগ, মোনাফাখোররা লবণের বাজার অস্থিতিশীল করার অপচেষ্টা করছে ।
এদিকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী জানিয়েছেন, লবন নিয়ে উৎকন্ঠার কারণ নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button