জাতীয়

বুধবার থেকে ট্রাক-কভার্ড ভ্যান শ্রমিকদের কর্মবিরতি

সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে আগামীকাল বুধবার থেকে সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে বাংলাদেশ ট্রাক-কভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সংবাদ সম্মেল করে চালকদের জামিন অযোগ্য শাস্তি বাতিলসহ ৯ দফা দাবি জানিয়েছে সংগঠনটি।
সড়কে শৃঙ্খলা ফেরাতে বেশ আগেই পাশ হয়েছে সড়ক পরিবহন আইন ২০১৮। পহেলা নভেম্বর কার্যকর হওয়ার কথা ছিলো। মাঝে বেশ কিছুদিন আইনটি সম্পর্কে সচেতন করার কর্মসূচি চলে। গত রোববার থেকেই নতুন আইনটি কার্যকর করা হয়।
এ অবস্থায় আইনটি সংশোধনের দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রাক-কভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সকালে তেজগাঁওয়ে ট্রাক মালিক এসোসিয়েশনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে ৯ দফা দাবি তুলে ধরে সংগঠনের নেতারা।
তারা বলেন, সড়ক দুর্ঘটনায় চালককে এককভাবে দায়ী করা যাবে না। দুর্ঘটনায় চালক আসামী হলে তাকে অবশ্যই জামিন দিতে হবে। এছাড়া গাড়ির কাগজপত্র দেখার নামে পুলিশি হয়রানি বন্ধেরও দাবি জানান তারা।
দাবি আদায়ে বুধবার সকাল ৬ টাকা থেকে দেশব্যাপি অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করে সংগঠনটি।
এদিকে, আইনের সংশোধনের দাবিতে বিভিন্ন স্থানে ট্রাক-কভার্ডভ্যান পণ্য পরিবহন চালকরা বিক্ষোভ ও মিছিল করে।
দাবি আদায় না হওয়া পর্যন্ত পরিবহন নিয়ে সড়কে না নামারও ঘোষণা দেয় আন্দোলনরত শ্রমিকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button