পুঁজিবাজার
পুঁজিবাজারে কমেছে লেনদেন

লেনদেন কমেছে দেশের পুঁজিবাজারে। একই সাথে দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান।
মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৪টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১২৪টির, কমেছে ১৭৪টির, আর ৩৬টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স শূণ্য দশমিক তিন পাঁচ পয়েন্ট বেড়ে উঠে আসে ৪ হাজার ৭২২ পয়েন্টে।
দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৩৮০ কোটি ৮৩ লাখ টাকা। সূচক বেড়েছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৪০টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ১২৩টির, আর ৩৪টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ১৪ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।