জাতীয়

করমেলা শুরু, রিটার্ন দাখিলে ভিড়

করসেবা প্রদান ও সচেতনতা বাড়াতে শুরু হয়েছে সপ্তাহব্যাপি আয়কর মেলা। রাজধানীসহ বিভাগীয় শহরগুলোতে মেলা চলবে ২০ নভেম্বর পর্যন্ত। প্রথম দিনেই করদাতাদের উপচেপড়া ভিড় ছিলো মেলা প্রাঙ্গনে। দেশকে এগিয়ে নিতে কর প্রদানের বিকল্প নেই বলে জানান অর্থমন্ত্রীসহ করদাতারা। মেলার সার্বিক আয়োজনে সন্তোষ জানান তারা।
প্রতি বছরের মত শুরু হয়েছে সপ্তাহ ব্যাপি আয়কর মেলা। প্রথমদিনেই রাজধানীর অফিসার্স ক্লাবে উপচেপড়া ভিড় ছিলো করদাতাদের।
একই ছাদের নিচে সব সুবিধায় পাওয়া এবং সহজে রিটার্ন জমাদানের এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন করদাতারা।
মেলায় বরাবরের মত আয়কর বিবরণীর ফরম দাখিল থেকে শুরু করে কর পরিশোধের জন্য বিভিন্ন ব্যাংকের বুথ রয়েছে।ই-টিআইএন নিবন্ধন ও মোবাইল ব্যাংকিং সুবিধার জন্য সন্তুষ্ট করদাতারা।
মেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অর্থমন্ত্রী দেশের কল্যানে সক্ষম সবাইকে কর দেয়ার আহবান জানান।
বিভাগীয় শহরগুলোতে ৭দিন, জেলা পর্যায়ে ৪ দিন, ৪৮ উপজেলায় ২ দিন মেলা চলবে। এছাড়াও উপজেলা পর্যায়ে ৮টি গ্রোথ সেন্টারে হবে এক দিন ভ্রাম্যমাণ মেলা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button