রাজনীতি
আওয়ামী লীগ কর্মীদের বিএনপিতে আসার অবস্থা তৈরি হয়েছে: ফখরুল

বিএনপি নয় বরং আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে আসার অবস্থা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নবনির্বাচিত নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মির্জা ফখরুল। পরে তিনি বলেন, আওয়ামী লীগ নিজের ভাঙন ঠেকাতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছে। দল হিসেবে আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
নুর হোসেনেকে নিয়ে বিতর্কিত বক্তব্য দেয়া জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গাকে সংসদে ক্ষমা চাওয়ারও দাবী জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।