রাজনীতি

সম্রাট-আরমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা

ক্যাসিনোকাণ্ডে গ্রেফতার বহিস্কৃত যুবলীগ নেতা ইসমাইল হোসেন সম্রাট ও তার সহযোগী এনামূল হক আরমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আলাদা দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক সচিব জানান, দেশে কিংবা বিদেশে তাদের আরো অবৈধ সম্পদ আছে কিনা এ তাও খতিয়ে দেখা হচ্ছে।
রাজধানীর ক্লাবপাড়ায় ক্যাসিনোকাণ্ডের মূল হোতা বহিস্কৃত যুবলীগ নেতা ঈসমাইল হোসেন সম্রাট ও তার সহযোগী এনামূল হক আরমান। ক্যাসিনোবিরোধী অভিযানের মধ্যেই ব্রাহ্মণবাড়িয়া থেকে ধরা পড়েন সম্রাট ও আরমান।
তাদের বিরুদ্ধে তদন্তও শুরু করে দুর্নীতি দমন কমিশন। অনুসন্ধানে শেষ পর্যন্ত সম্রাটের বিরুদ্ধে ২ কোটি ৯০ লাখ ৮০ হাজার ৮৭ টাকা এবং আরমানের বিরুদ্ধে ২ কোটি ৫ লাখ ৪০ হাজার টাকা অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পায় দুদক। ।
পরে দুদক সচিব সাংবাদিকদের জানান, অবৈধ সম্পদ অর্জনের দায়ে তাদের বিরুদ্ধে রমনা থানায় আলাদা মামলা হয়েছে।
দেশের বাইরে তাদের আরও অবৈধ সম্পদ আছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হবে বলেও জানান সচিব ।
এদিন পারটেক্স গ্রপের চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ সম্পদের আড়ালে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক কার্যালয়ে তলব করা হয়।
এর আগে সকালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আলোচিত বালিশকান্ডে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে দুদকে জিজ্ঞাসাবাদ করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button