অর্থ বাণিজ্য

পেঁয়াজের কেজি এখনো একশ’টাকার উপরে।

কিছুটা কমতে শুরু করেছে পেঁয়াজের ঝাজ। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১৪০ টাকায়। ক্রেতারা বলছেন, মধ্যসত্ত্বভোগীদের কারনে দাম এখনও নাগালের বাইরে।
ছুটির দিনের বাজারে বেড়েছে মুগ ডালের দাম। তবে কমেছে সয়াবিন তেলের দাম। বাজারে শীতকালীন সবজির সরবরাহ ভালো থাকায় দামও স্বাভাবিক।
রাজধানীর অন্যতম বাজার কারওয়ান বাজার ঘরে দেখা যায় অন্য বাজারের তুলনায় এখানে কিছুটা কম দামেই পাওয়া যায় নিত্যপন্য।
বেশ কিছু দিন ধরে লাগামের বাইরে থাকা পেঁয়াজের দাম কিছুটা কমেছে। গেলো সপ্তাহর চেয়ে কেজিতে কমেছে ১০ থেকে ২০ টাকা। তবে ক্রেতারা বলছেন, এখনো সাধারণের নাগালের বাইরে পেঁয়াজের দর।
সবজির সরবরাহ বেশি থাকায় দামও স্বাভাবিক । বরবটির কেজি ৮০, পটল ৪০, বেগুন জাত ভেদে ৬০ থেকে ৮০, লাউ আকার অনুযায়ী ৪০ থেকে ৬০, মূলা ৪০, সিম ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতিটি ফুল কপি ৩০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছের বাজারে ইলিশের চাহিদা বেশি, তাই দামটাও একটু বেশি। ১কেজি বার তার থেক কিছুটা বড় সাইজের ইলিশের কেজি বিক্রি হচ্ছে ৮শ টাকায়। কাতলের কেজি ৩শ থেকে ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
গরুর মাংস সাড়ে ৫শ এবং খাশির মাংস বিক্রি হচ্ছে ৮০০টাকা কেজি দরে।

Related Articles

Leave a Reply

Back to top button