জাতীয়

যত্রতত্র শিল্পকারখানা নয়: কৃষক লীগের সম্মেলনে প্রধানমন্ত্রী

জীবনের ঝুঁকি থাকার পরও স্বজন হারানোর ব্যথা ভুলে জনগনের ভাগ্য পরিবর্তনে রাজনীতি করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কৃষক লীগের সম্মেলনের বক্তৃতায় জনকল্যাণে বঙ্গবন্ধুর আত্মত্যাগের আদর্শ ধারণে নেতাকর্মীদের তাগিদ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি। তিনি বলেছেন, অর্থনৈতিক উন্নয়নে শিল্পায়ন জরুরি হলেও কৃষি ও কৃষককে বাদ দিয়ে নয়। কৃষিজমি নষ্ট করে যত্রতত্র শিল্পকারখানা করতে দেয়া হবে না বলেও জানান প্রধানমন্ত্রী।
সোহরাওয়ার্দী উদ্যানে সংগঠনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন উদ্বোধন করেন সাংগঠনিক নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আনুষ্ঠানিকতা শেষে যোগ দেন সমাবেশে। যথাসময়ে সম্মেলন ও স্বচ্ছ নেতৃত্বের দাবীর প্রেক্ষিতে নেতাকর্মীদের মানবকল্যাণে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
খাদ্যশস্য উৎপাদনে মর্যাদা ক্ষুন্ন হয়না উল্লেখ করে তা স্কুলজীবন থেকেই শিক্ষা দেবার তাগিদ দেন বঙ্গবন্ধু কণ্যা।
কৃষি জমি রক্ষায় সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘আমরা ১০০টি অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি। এটার অর্থ হলো যেন কৃষি জমি নষ্ট না হয়। যারা ইন্ডাস্ট্রি করতে চায়, তাদের ওইসব অঞ্চলে প্লট দেওয়া হবে। এছাড়া সব ধরনের সার্ভিস দেওয়া হবে। তারা সেখানে শিল্প গড়ে তুলবে। কারণ আমার কৃষি জমি বাঁচাতে হবে।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশ কৃষিনির্ভর দেশ। কৃষকরাই বাংলাদেশকে বাঁচিয়ে রাখে। কৃষক ফসল ফলায়, আমরা খেয়ে বেঁচে থাকি। একটি সমাজ ও দেশের জন্য কৃষক অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
শেখ হাসিনা বলেন, ‘আগে কৃষক ফসল ফলাতো, কিন্তু তার পেটে খাবার ছিল না। তাদের পরনের কাপড় ছিল না। কৃষকের অধিকার সংরক্ষণে আমরা কাজ করে যাচ্ছি। কৃষক যেন তাদের ন্যায্য অধিকার আদায় করতে পারে, সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে ই-কৃষি চালু হয়েছে। কৃষকরা যেকোনও সমস্যার সমাধানে ‘১৬১২৩’ নম্বরে কল করে জানতে পারে। আমাদের কৃষকরাও এখন যথেষ্ট পরিপক্ব। মোট কথা কৃষকদের যত ধরনের সুবিধা দেওয়ার কথা, আমরা তা দিচ্ছি।’
রাজনৈতিক দলের নীতি-আদর্শের ওপর দেশের আর্থ-সামাজিক উন্নয়ন নির্ভর করে বলেও মন্তব্য করেন সরকার প্রধান।
দেশে কৃষির উন্নয়ন এবং কৃষকের স্বার্থ রক্ষায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১৯ এপ্রিল প্রতিষ্ঠা করেন বাংলাদেশ কৃষক লীগ।
সর্বশেষ ২০১২ সালের ১৯ জুলাই সংগঠনটির কেন্দ্রীয় সম্মেলন হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button