অর্থ বাণিজ্য

বাংলাদেশে শ্রমিকদের নিরাপত্তায় আইএলও সন্তুষ্ট।

বাংলাদেশের শিল্প কারখানায় শ্রমিকদের নিরাপত্তা এবং অধিকার নিশ্চিতে নেওয়া পদক্ষেপ
ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন আইএলও মহাপরিচালক গাই রাইডার।
তিনি বলেছেন, এ ইস্যুতে বাংলাদেশের পাশে সব সময় থাকবে আইএলও।মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত আইএলও’র সদর দফতরে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান আইএলও এর মহাপরিচালক গাই রাইডার এর সাথে বৈঠক করেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিস্তারিত জানানো হয়। সেখানে বলা হয়, ওই বৈঠকে শ্রম প্রতিমন্ত্রী
শ্রম পরিস্থিতি এবং শ্রমিকদের কল্যাণের বিষয়ে নেয়া বাংলাদেশের অগ্রগতি তুলে ধরেন আইএলও’র শীর্ষ কর্মকর্তার কাছে।
তিনি বলেন, ‍বাংলাদেশ সরকার আইএলও কনভেনশন-১৩৮ অনুসরণ করে গত বছর শ্রম আইনে সংশোধনী এনেছে। আগে শিশুদের হালকা শ্রমে নিযুক্তির সর্বনিম্ন বয়স ছিল ১২ বছর এখন তা ১৪ বছর করা হয়েছে। ট্রেড ইউনিয়ন রেজিষ্ট্রেশন সহজিকরণ, ডিজিটালইজেশন এবং ৩০ থেকে ২০ শতাংশ শ্রমিকের সমর্থনে ট্রেড ইউনিয়নের রেজিষ্ট্রেশন সুবিধার কথা আবারও তুলে ধরেন। তিনি আইএলও মহাপরিচালককে জানান, ইপিজেড শ্রম আইন সংশোধনের ফলে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শকগণ ইপিজেড এলাকায় শ্রম পরিদর্শন করতে পারছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রমিকবান্ধব সরকার শ্রমিকদের কল্যাণ এবং তাদের জীবনমান উন্নয়নে সবকিছু করবে বলে আইএলও মহাপরিচালককে প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী ।
এসময় আইএলও মহাপরিচালকও শ্রম পরিস্থিতির অগ্রগতিতে বাংলাদেশের প্রশংসা করেন। আইএলও সবসময় বাংলাদেশের পাশে থেকে কাজ করবে বলে আশ্বাস দেন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button