ফুটবলারদের বিমানে যান্ত্রিক ত্রুটি, জরুরী অবতরণ; অন্য ফ্লাইটে ওমানযাত্রা।
বিমানে যান্ত্রিক ত্রুটির পর সম্ভাব্য বিপদ থেকে রক্ষা পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। রোববার রাতে উড়াল দেওয়ার ঘণ্টাখানেক পর আবার ঢাকায় ফিরে আসে বিমানটি। পরে সোমবার সকালে ওমানের উদ্দেশে দেশ ছেড়েছে ফুটবল দল।
ওমানের বিপক্ষে ২০২২ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ ১৪ নভেম্বরে। দেশটির আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিতে একটু আগেভাগেই রওনা দেয়া, তাই রোববার রাত সাড়ে ৯টায় বাংলাদেশ বিমানে করে রওনাও হয়েছিলো ফুটবল দল। উড়াল দেওয়ার পর যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বিমানবন্দরে ফিরে আসে বিমানটি।
সোমবার সকাল সাড়ে ১০টায় অন্য একটি ফ্লাইটে ওমানের পথে রওনা হয় জামাল ভূঁইয়ারা।
২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ সালের এশিয়ান কাপের বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে ‘ই’ গ্রুপে নিজেদের চতুর্থ ম্যাচে ওমানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
আফগানিস্তানের কাছে ১-০ গোলে হেরে দ্বিতীয় রাউন্ড শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে কাতারের কাছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২-০ গোলে হেরেছিল। আর তৃতীয় ম্যাচে ভারতের বিপক্ষে তাদের মাঠেই ১-১ ড্র করে ফেরে লাল-সবুজরা।