
কাশ্মিরে জঙ্গি হামলায় নিহত ১, আহত ১৫।
আবারো কাশ্মির উপত্যকায় হামলা চালাল জঙ্গিরা। শ্রীনগরের লাল চকে বিস্ফোরণে একজন নিহত হয়েছে। আহত আরও অন্তত ১৫ জন। সোমবার দুপুর দেড়টা নাগাদ তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা।
সেনা ও স্থানীয় সূত্র জানায়, দুপুরের দিকে হরি সিং হাই স্ট্রিট এলাকায় জমজমাট বাজারের মধ্যে বিস্ফোরণ ঘটে। অনেকেই কিছুটা দূরে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই এক জনের মৃত্যু হয়। আহত ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার পর থেকেই গোটা এলাকা ঘিরে রেখেছে সেনা ও পুলিশ।
এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। ঘটনার পিছনে কোন গোষ্ঠী রয়েছে বা পাকিস্তানের হাত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে গোয়েন্দারা।
গত সপ্তাহেই উত্তর কাশ্মীরের সোপোরে প্রায় একই রকম গ্রেনেড বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। ওই বিস্ফোরণেও ১৫ জন আহত হন। এ ছাড়া গত ২৬ অক্টোবর চেক পোস্টে গাড়ি পরীক্ষা করার সময় নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। তাতে ৬ জন নিরাপত্তা কর্মী আহত হন। এই নিয়ে গত এক মাসে তিনটি গ্রেনেড হামলার ঘটনা ঘটল উপত্যকায়।