অর্থ বাণিজ্য

লাগামহীন পেঁয়াজের বাজার, আসছে ইলিশ।

কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না পেঁয়াজের বাজার। পাইকারি দর ১৩৫ টাকা। আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় পর বাজারে এসেছে ইলিশ, দামেও সাধারণের নাগালের মধ্যে। তবে শীতের সবজির দাম খানিকটা চড়া।
পেঁয়াজের দাম কোনোভাবেই কমছে না। এখনো সাধারণের নাগালে বাইরে। ফলে ক্রেতাদের হতে হচ্ছে সংযমী। ছুটির দিনে বাজারে আসা মানুষেরা বলেছন, দাম বেশি তাই একটুতোে সংযমী হতেই হচ্ছে। আগের মতো আর কেনাও যােচ্ছ না।
এক কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪০ টাকা দরে। দোকানি এবং ক্রেতারা বলছেন, বাজার এওখনো লাগামহীন। কবে স্বাভাবিক হেব তা বলতে পারছেন না বিক্রেতারাও।
বাজারে শীতের সবজির সরবরাহ প্রচুর। তবে দামে উত্তাপ। সীম ৭০ টাকা, ফুলকপি ৩০ টাকা, শষা ৬০ টাকা, ঢেড়স ৪০ টাকা, আর জলপাই বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে।
বেশ কিছুদিন পর বাজারে এসেছে ইলিশ। ইলিশ ধরায় নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর রাজধানীর বাজারে সরবরাহও বেশ ভালো। দামও নাগালের মধ্যেই আছে বলে জানান ক্রেতারা। এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৭০০ টাকায়। সামনে ইলিশের দাম আরও কমবে বলে জানান দোকানিরা। এছাড়া নিত্য পণ্যের দাম আগের মতোই আছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button