রাজনীতি

ঢাকা-৫ উপ নির্বাচনে বিএনপির প্রচারণা শুরু

বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদ, ঢাকা-৫ সংসদীয় আসনের উপ নির্বাচনে নির্বাচনী প্রচারণা শুরু করেছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটায় যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে পথসভার মাধ্যমে তিনি তার নির্বাচনী প্রচারণা শুরু করেন।

ঢাকা মহানগর বিএনপির সহ সভাপতি ও যাত্রাবাড়ী থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি আতিকুল্লাহ আতিক এর সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এসময় আরো বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, গণশিক্ষা সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, ঢাকা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন, যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম রবি, আলমগীর হোসেন, আকবর হোসেন ভুঁইয়া প্রমুখ।

এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেন, এমসি কলেজে নির্যাতনের শিকার হওয়া দম্পতির কোন অনুনয় বিনয় তাদের মন গলাতে পারেনি। ঠিক আমরা যত কথাই বলিনা কেনো শেখ হাসিনা জনগণের মতামতের ওপর কোন কর্ণপাত করবে না।

১৭ তারিখ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহ্বান জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রিজভী বলেন, আমার বিশ্বাস আগামী ১৭ তারিখ সকল অন্যায়ের শৃঙ্খল ভেঙে আপনারা ভোট কেন্দ্রে যাবেন। মনে রাখবেন জনস্রোতের সামনে বন্দুকের নল কখনো টিকেনি।

দলের যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, উন্নয়ন শব্দটা আওয়ামী লীগ এতো অপব্যবহার করেছে যে উন্নয়ন শব্দটা আওয়ামী লীগকে আল্লাহ’র ওয়াস্তে ভিক্ষা দিয়ে দিন। জনগণের কাছে উন্নয়নের কথা না বলে সালাহউদ্দিন আহমেদের কর্মগুলো মানুষের কাছে পৌঁছে দিন।

বিএনপির আরেক যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেন, একদিকে করোনা ভাইরাস আরেক দিকে আওয়ামী ভাইরাসে মানুষের জীবন অতিষ্ট হয়ে উঠেছে। হযরত শাহজালাল (রহ.) পবিত্র ভূমি আজ কলঙ্কিত করেছে মুজিববাদী ছাত্রলীগ এর সোনার সন্তানেরা। স্ত্রীকে তার স্বামী পবিত্র শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে গিয়েছিলো কিন্তু সেখানে কি ঘটলো তা বলতেও লজ্জা লাগে।

ভোটারদের উদ্দেশ্য করে তিনি বলেন, মনে রাখবেন এ ভোট এ ভোট ধর্ষকের বিরুদ্ধে, খুন, গুম হত্যার বিরুদ্ধে প্রতিবাদের ভোট। শত বাধা উপেক্ষা করে আপনারা ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দেয়ার মাধ্যমে ধর্ষণের প্রতিবাদ করবেন।

এর আগে বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) প্রার্থীদের মাঝে প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা। প্রতীকপ্রাপ্তদের মাঝে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কাজী মনিরুল ইসলামকে নৌকা, বিএনপি সমর্থিত প্রার্থী সালাহ্ উদ্দিন আহমেদকে ধানের শীষ প্রতীক পান।

এছাড়া জাতীয় পার্টির সমর্থিত প্রার্থী মীর আব্দুস সবুরকে লাঙ্গল, ন্যাশনাল পিপলস পার্টি সমর্থিত প্রার্থী মো. আরিফুর রহমান সুমন মাস্টারকে আম এবং বাংলাদেশ কংগ্রেস সমর্থিত প্রার্থী মো. আনছার রহমান শিকদারকে ডাব প্রতীক প্রদান করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button