জাতীয়

শুদ্ধি অভিযানে চুনোপুটি থেকে রাঘব বোয়াল কারো রক্ষা নেই: ওবায়দুল কাদের

শুদ্ধি অভিযানে চুনোপুঁটি থেকে রাঘব বোয়াল কেউ রেহাই পাবে না বলে হঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নিজেদের ঘর থেকে অভিযান শুরু হয়েছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, সব অপকর্মকারী নজরদারিতে রয়েছে।
বুধবার সকালে ভোলার চরফ্যাশনে উপজেলা আওয়ামী লীগের সুধী সমাবেশে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি বন্ধ না হওয়া পর্যন্ত এই শুদ্ধি অভিযান চলবে।
বিএনপিকে পথহারা পথিক-মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বোরহানউদ্দিনের ঘটনায় বিএনপি ঘোলা পানিতে মাছ শিকারের ব্যর্থ চেষ্টা করেছে।
এর আগে ২৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত চরফ্যাশন-বেতুয়া সড়কের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Related Articles

Leave a Reply

Back to top button