আন্তর্জাতিক

চলতি সপ্তাহে জনসংখ্যায় চীনকে অতিক্রম করবে ভারত: জাতিসংঘ

এ সপ্তাহে ভারতের জনসংখ্যা চীনকে ছাড়িয়ে যাবে বলে জাতিসংঘের এক পরিসংখ্যানে বলা হয়েছে। ওই তথ্যে বলা হয়েছে,জনসংখ্যার নিরিখে চীনকে টপকে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে পরিণত হতে চলেছে ভারত।
মঙ্গলবার (২৫ এপ্রিল) জাতিসংঘের বরাত দিয়ে এ তথ্য জানায় বিবিসি। জাতিসংঘের পরিসংখ্যানে বলা হয়েছে, এপ্রিলের শেষ নাগাদ ভারতের জনসংখ্যা ১৪২ কোটি ৫৭ লাখ ৭৫ হাজার ৮৫০ এ পৌঁছাবে। তবে তার আগে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগ (ডেসা) এক বিবৃতিতে জানায়, চীন শিগগিরই বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের খেতাব হারাবে।
আর চলতি বছরের মাঝামাঝি সময়ে জনসংখ্যায় চীনকে ছাড়িয়ে যাবে ভারত। গত সপ্তাহে জাতিসংঘের জনসংখ্যা তহবিল জানিয়েছে, ২০২৩ সালের মাঝামাঝি নাগাদ ভারতের জনসংখ্যা চীনের চেয়ে ২৯ লাখ বেশি হবে। গত কয়েক বছরে চীনে জন্মহার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।
এর আগে ১৯৬১ সালের পর প্রথমবারের মতো গত বছর দেশটির জনসংখ্যা হ্রাস পেয়েছে। এই শতাব্দী শেষ হওয়ার আগেই চীনের জনসংখ্যা ১০০ কোটির নিচে নেমে আসবে। তবে ভারতেও প্রজনন হার কমছে। ১৯৫০ সালে যেখানে প্রত্যেক নারী গড়ে ৫ দশমিক ৭ টি সন্তানের জন্ম দিয়েছিলেন, এখন তা ২ দশমিক ২ এ নেমে এসেছে।
উল্লেখ্য, পরিসংখ্যান অনুযায়ী-২০২২ সালের নভেম্বরে বিশ্বের জনসংখ্যা ৮ বিলিয়ন অতিক্রম করেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, জনসংখ্যা বৃদ্ধির হার আগের মতো দ্রুত নয়। ১৯৫০ সালের পর থেকে বিশ্বের জনসংখ্যা সবচেয়ে ধীর গতিতে বাড়ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button