আন্তর্জাতিক

কনাডায় সংখ্যাগরিষ্টতা হারালেও সরকার গড়তে যাচ্ছেন ট্রুডো।

টানা দ্বিতীয় মেয়াদে কানাডার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন লিবারেল পার্টির জাস্টিন ট্রুডো। তবে একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন তিনি। ৪৩তম সাধারণ নির্বাচনের পর এমনটাই আভাস দিয়েছে জাতীয় দেশটির সম্প্রচারমাধ্যম সিবিসি। এ পর্যন্ত পাওয়া খবরে, মোট ৩৩৮টি আসনের মধ্যে ট্রুডোর দল পেয়েছে ১৫৭ টি, নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু শিয়ারের কনজারভেটিভ পার্টি পেয়েছে ১২১টি আসন।
ভোটের পর থেকেই আসতে থাকে ফলাফল, ট্রুডোর দলের জয়ের খবর। পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন, তবে ফের সরকার গঠন করতে যাচ্ছেন ৪৭ বছর বয়সী তিনি।
হাউস অফ কমন্সের ৩৩৮টি আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিলো ১৭০টি। প্রাথমিক ফলাফল অনুযায়ী ট্রুডোর লিবারেল পার্টি পেয়েছে ১৫৭টি। হারিয়েছেন আগের ২৯ আসন।
প্রধান প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির জয় চোখে পড়ার মতো। ১২১টি আসন রয়েছে অ্যান্ড্রু শিয়ারের দখলে। নতুন যোগ হয়েছে ২৩টি।
সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন না হওয়ায় এবার সুবিধা পাচ্ছেন জগমিত সিংয়ের নিউ ডেমোক্রেটিক পার্টি-এনডিপি। ২৪টি আসন রয়েছে ভারতীয় বংশোদ্ভুত জগমিতের দলের । তাকে কানাডার কিংমেকার হিসেবে আখ্যায়িত করা হচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, অভিবাসন নীতিতে উদার মনোভাব, জলবায়ু, মাদকসহ বিভিন্ন ইস্যুতে বিতর্কিত পদক্ষেপ এবং একজন মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসায়, ট্রুডোর জনপ্রিয়তা কিছুটা কমেছে।

Related Articles

Leave a Reply

Back to top button