১০০ বলের ক্রিকেটে নেই সাকিব-তামিম।
ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের নতুন ফরম্যাটের টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেডে’ অবিক্রিত আছেন সাকিব-তামিমরা।দল পাননি ক্রিস গেইল, লাসিথ মালিঙ্গার মতো তারকা ক্রিকেটাররা।
টি-টুয়েন্টি বিশেষজ্ঞ হওয়া সত্ত্বেও কোনো ফ্র্যাঞ্চাইজিই কেনেনি গেইল-সাকিব-মালিঙ্গাদের। সাউথ আফ্রিকার তরুণ গতি তারকা কাগিসো রাবাদাকেও কেনেনি কোনো ফ্রাঞ্চাইজি।
রোববার রাতে স্কাইয়ের স্টুডিওতে প্লেয়ার্স ড্রাফটে দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তি মূল্য ১ লাখ পাউন্ড ধরা হয় সাকিবের। প্রথম থেকে চতুর্থ রাউন্ড পেরোলেও তাকে এদিন দলে নেয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। এছাড়াও সমমান ভিত্তি মূল্য ধরা হয় দেশসেরা ওপেনার তামিম ইকবালেরও। তাকেও দলে নেয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।
সাকিব-তামিম ছাড়াও ড্রাফটে মোস্তাফিজুর রহমানের ভিত্তি মূল্য ধরা হয় ৬০ হাজার পাউন্ড। মুশফিকুর রহিম, লিটন দাস ও ইমরুল কায়েসের ভিত্তি মূল্য নির্ধারণ করা হয় ৪০ হাজার পাউন্ড। কিন্তু প্লেয়ার্স ড্রাফটে এখনো পর্যন্ত কোনো বাংলাদেশি ক্রিকেটার দল পাননি।
সর্বোচ্চ দামের তালিকা থেকে সবার আগে দলে নেয়া হয় আফগান স্পিনার রশিদ খানকে। এছাড়া আন্দ্রে রাসেল, অ্যারন ফিঞ্চ, মিচেল স্টার্ক, সুনীল নারিন, গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, এমনকি মুজিব-উর রহমান ও ইমরান তাহিররা বিক্রি হয়েছেন সর্বোচ্চ দামে।
আগামী বছর ইংল্যান্ডের মাটিতে বসবে ১০০ বলের নতুন ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট। অংশ নেবে আটটি দল।