রাজনীতি

মির্জা আব্বাসের প্লট দুর্নীতি মামলার কার্যক্রম চার সপ্তাহের জন্য স্থগিত।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাসের বিরুদ্ধে প্লট বরাদ্দের দুর্নীতি মামলার কার্যক্রম চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ।
সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে মির্জা আব্বাসের আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন। অন্যদিকে, দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
খুরশীদ আলম খান জানান, মামলা বাতিল চেয়ে মির্জা আব্বাস হাইকোর্টে আবেদন করেছিলেন। শুনানি নিয়ে সেই আবেদন খারিজ করেছিলেন হাইকোর্ট। পরে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে তিনি আপিল বিভাগে আবেদন করেছিলেন। সেই আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগ চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন।
মির্জা আব্বাস গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী থাকা অবস্থায় সাংবাদিকদের প্লট বরাদ্দে ১৫ কোটি ৫২ লাখ ৫০ হাজার ৯০০ টাকা আত্মসাত করেন, এই অভিযোগে ২০১৪ সালে তার বিরুদ্ধে শাহবাগ থানায় দুদক দুর্নীতি মামলা দায়ের করে।
পরে তদন্ত শেষ করে মির্জা আব্বাসসহ পাঁচ জনের বিরুদ্ধে ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলায় ২০১৭ সালের ২০ অক্টোবর মির্জা আব্বাসের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ঢাকার বিশেষ জজ আদালত-৪।

Related Articles

Leave a Reply

Back to top button