জাতীয়

জন্মদিনে শেখ রাসেলের সমাধিতে শ্রদ্ধা নিবেদন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোটো ছেলে শেখ রাসেলের ৫৮তম জন্মদিনে তাঁর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ।
শুক্রবার সকালে রাজধানীর বনানী করস্থানে রাসেলের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, জাহাঙ্গীর কবির নানকসহ কেন্দ্রীয় নেতারা।
১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বপরিবারে নিহত হন বঙ্গবন্ধু।শিশু শেখ রাসেলও হত্যা করে ঘঢ়াতকেরা।’আমি মায়ের কাছে যাব’ রাসেলের সেই আকুতি আজও অম্রূসিক্ত করে বাঙালিকে। শ্রদ্ধা জানানো শেষে রাসেলসহ ১৫ই আগস্টে নিহতদের স্মরণে দোয়া করা হয়।

আওয়ামী লীগের পর শেখ রাসেলের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়- কৃষক লীগ, তাঁতি লীগ, মহিলা লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button