রাজনীতি

পদযাত্রা নয় এটা জয়যাত্রা, অবিলম্বে পদত্যাগ করুন

পদযাত্রা নয় এটা বিএনপির জয়যাত্রা মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দাবি একটাই, অবিলম্বে পদত্যাগ করুন। ৩৬ দলের একটাই ঘোষণা, সরকারকে পদত্যাগ করতে হবে। সরকারকে দেশের মানুষ দেখতে চায় না। অবৈধ হাসিনা সরকারের অধিনে নির্বাচন নয়।
মঙ্গলবার (১৮ জুলাই) গাবতলীতে বিএনপিসহ ৩৬ দলের পদযাত্রায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ঢাকা ১৭ আসনের উপনির্বাচন দেখলাম। একদিকে আওয়ামী লীগের হেভিওয়েট থিংক ট্যাংক বিপরীতে হিরো আলম। খালি ভোটকেন্দ্র, কোথাও ভোটার উপস্থিতি নাই। নির্বাচন কমিশন একটা পঙ্গু। একটা ভোট পড়লে টেলিভিশন লাইভ করে, এটা লজ্জার।
তিনি বলেন, হিরো আলম রাজনৈতিক ব্যক্তি নয় তাকেও পেটানো হলো। তামাশা করে কোন লাভ হবে না। ২০১৪ সালে ১৫৪ জনকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় পাশ করিয়েছেন, ২০১৮ সালে রাতে ভোট করেছেন। এখন দেশের মানুষের পকেট খালি করছেন আর কর বাড়াচ্ছেন।
অসৎ ব্যবসায়ীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকার অসৎ ব্যবসায়ীদের সরকার। চারিদিকে লুট-পাট হচ্ছে অথচ দেশের জনগণ কষ্টে আছে। সিঙ্গাপুর ও আমেরিকায় বাড়ি বানায় অসৎ ব্যবসায়ীরা। সরকার গণতন্ত্রকে কবরে পাঠিয়েছে। অবিলম্বে পদত্যাগ করেন।
তিনি আরো বলেন, তোমরা যখন নিরপেক্ষ সরকারের চেয়েছিলে ক্ষমতায় এসেছিল তখন খুব মজা লাগছিল এখন কেন নয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button