প্রবাসে

সৌদি আরবে ওমরাহযাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত ৩৫।

সৌদি আরবের মদিনার কাছে ওমরাহযাত্রীবাহী একটি বাস দুর্ঘটনায় পড়ে কমপক্ষে ৩৫ জন মারা গেছে। আহত হয়েছেন আরও চারজন। নিহতদের মধ্যে কোনো বাংলাদেশী আছে কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
দেশটির সংবাদমাধ্যমগুলো জানায়, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে মদিনা থেকে ১৭০ কিলোমিটার দূরে আল-আখাল গ্রামের কাছে হিজরা রোডে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা সবাই সৌদি প্রবাসী বিদেশি। তারা এশিয়া ও বিভিন্ন আরব দেশের নাগরিক।
পুলিশের বরাত দিয়ে আরব নিউজের খবরে বলা হয়, ভাড়া করা ওই বাসে মোট ৩৯ জন ওমরাহযাত্রী ছিলেন। আল-আখাল গ্রামের কাছে নির্মাণ কাজে ব্যবহৃত একটি লোডারের সঙ্গে বাসটির সংঘর্ষ হলে বাসটিতে আগুন ধরে যায়।
দুর্ঘটনার পর রেড ক্রিসেন্ট ও অন্যান্য সেবা সংস্থাগুলো ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।

Related Articles

Leave a Reply

Back to top button