জেলার খবর

গাইবান্ধার ৫ রাজাকারের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়।

মানবতাবিরোধী অপরাধে গাইবান্ধার পাঁচ রাজাকারের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যূনাল। আসামীদের বিরুদ্ধে আনা ৪টি অভিযোগই প্রমানিত হওয়ায় বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন।
মুক্তিযুদ্ধের সময় পাকিস্থানি বাহিনীর পক্ষ নিয়ে আসামীরা রাজাকার বাহিনীতে যোগ দিয়ে এলাকার বিভিন্ন গ্রামে যুদ্ধাপরাধ ঘটান বলে উঠে এসেছে মামলার বিচারে।
১৭৬ পৃষ্ঠার রায়ে আদালত বলেছেন, আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশনের আনা চারটি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। প্রতিটি অভিযোগেই আসামিদের মৃত্যুদণ্ড দেয়া হয়।
সর্বোচ্চ সাজার আদেশ পাওয়া পাঁচ আসামি হলেন- মো. রনজু মিয়া, আবদুল জব্বার মন্ডল, তার ছেলে মো. জাছিজার রহমান খোকা, মো. আবদুল ওয়াহেদ মন্ডল ও মো. মনতাজ আলী বেপারি ওরফে মমতাজ। তাদের মধ্যে কেবল রনজু মিয়া রায়ের সময় আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন, বাকিরা মামলার শুরু থেকেই পলাতক।
রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, তাদের অপরাধ বিবেচেনা করে আদালত মৃত্যুদন্ডের রায় দিয়েছেন।
অন্যদিকে আসামি রঞ্জু মিয়ার আইনজীবী বলেন, রাজনৈতিক রেষারেষির কারনে এ মামলায় আসামীদের জড়ানো হয়েছে।
ট্রাইব্যুনালে এ পর্যন্ত রায় আসা ৪০টি মামলার ১০২ জন আসামির মধ্যে ছয়জন বিচারাধীন অবস্থায় মারা গেছেন। মোট ৯৪ জনের সাজা হয়েছে, যাদের মধ্যে ৬৭ যুদ্ধাপরাধীর সর্বোচ্চ সাজার রায় এসেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button