বিশ্বকাপ বাছাই: জিততে জিততে ভারতের সাথে ড্র করলো বাংলাদেশ
ভারতের মাটিতে কখনো জেতেনি বাংলাদেশ। আজ সেই অধরা জয়টা বেরিয়ে গেলো হাত ফসকে। বিশ্বকাপ বাছাই পর্বে প্রথমার্ধে এক গোলে এগিয়ে থাকার ব্যবধান পুঁজি করে ম্যাচের প্রায় শেষ পর্যন্তও জয়ের পথেই ছিল বাংলাদেশ। নির্ধারিত সময় শেষ হওয়ার দুই মিনিট আগে হেডে সমতাসূচক গোলটি করেন ভারতের আদিল খান।
ভারত ভারত বলে গর্জন ছিলো ম্যাচের শুরু থেকেই। তেব ৪২ মিনিটে সেই গর্জন থামিয়ে দেন বাংলাদেশের সাদ উদ্দিন।
ফ্রি কিক থেকে গোলমুখে বাতাসে বল ভাসিয়েছিলেন অধিনায়ক জামাল ভূঁইয়া। ভারতের গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু বলটা ‘ক্লিয়ার’ করতে গিয়ে মারাত্মক ভুল করে ফেলেন। ডান প্রান্ত দিয়ে বুলেটের বেগে ধেয়ে আসা সাদ উদ্দিন শূন্যে লাফিয়ে হেডে গোল করেন।
সব শেষ ম্যাচে কাতারের বিপক্ষে খেলানো একাদশই মাঠে নামিয়েছিলেন বাংলাদেশ কোচ জেমি ডে। ৪-১-৪-১ ফরমেশনে আঁটসাঁট মাঝমাঠ । ভারত এর জবাবে বড় পাসে খেলার চেষ্টা করেছে। তবে প্রথমার্ধের ৮ মিনিটের মধ্যেই দুটি গোলের সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ।
৮ মিনিটের মাথায় ভারতের বক্সের মধ্যে সেই ভেকেই আবারও অবৈধভাবে ফাউল করেছিলেন। পেনাল্টি দেননি রেফারি। প্রথমার্ধে গোলের আরও দুটি সুযোগ নষ্ট করেছে বাংলাদেশ। সুযোগ পেয়েছিল ভারতও। ৪ মিনিটের মাথায় ভারতের সেরা ফরোয়ার্ড সুনীল ছেত্রীর ভলি রুখে দেন বাংলাদেশ গোলরক্ষক আশরাফুল।
দুদলের এ নিয়ে ২৫ বারের মুখোমুখি লড়াইয়ে ১১টি ম্যাচ হলো ড্র। ভারতের জয় ১১টি, বাংলাদেশের তিনটি।