জাতীয়

দুই মামলায় সম্রাট ১০ দিনের রিমান্ডে।

অস্ত্র ও মাদক আইনের দুই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে ৫ দিন করে ১০ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত।
আর সম্রাটের সহযোগী দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি এনামুল হক আরমানকে মাদক আইনের মামলায় ৫ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
রোববার পুলিশের করা রিমান্ড আবেদনের শুনানি শেষে মহানগর হাকিম মোহাম্মদ তোফাজ্জল হোসেন এই আদেশ দেন।
ক্যাসিনোকাণ্ডের নায়ক সম্রাট ও আরমানকে মঙ্গলবার আদালতে হাজির করে রমনা থানায় মাদক আইনের মামলায় ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। এছাড়া একই থানায় অস্ত্র আইনের আরেক মামলায় সম্রাটকে আরও ১০ দিনের রিমান্ড চায় পুলিশ।
রাষ্ট্রপক্ষে রিমান্ড শুনানি করেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান কৌঁসুলি আব্দুল্লাহ আবু।
আসামির পক্ষে ছিলেন গাজী জিল্লুর রহমান, আব্দুল কাদেরসহ প্রায় ২৫ জনের মত আইনজীবী।
এর আগে বেলা ১২টার আগে আগে সম্রাটকে প্রিজন ভ্যানে করে কেরানীগঞ্জ থেকে আদালতে আনা হয়। সে সময় আদালতের বাইরে ভিড় করে তার কর্মী-সমর্থকরা।
ঢাকার ক্লাবপাড়ায় র‌্যাবের অভিযানে অবৈধ ক্যাসিনো প্রকাশ্যে আসার পর সামনে আসে সম্রাটের নাম।
এরপর থেকেই আত্মগোপনে চলে যান সম্রাট। ৭ অগাস্ট কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে গ্রেপ্তার করে র‌্যাব।

Related Articles

Leave a Reply

Back to top button